Wednesday, January 29, 2025
spot_img
More

    এনজিওর মত দেশ চালালে হবে না, শাসকের ভূমিকায় কথা বলতে হবে : চরমোনাই পীর

    সিটিভি নিউজ, এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক. নারায়ণগঞ্জ : ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমীর ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেছেন, সংস্কার ছাড়া নির্বাচন ফ্যাসিবাদের জন্ম দিবে। জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা নতুন স্বাধীনতা পেয়েছি। এ স্বাধীনতা অর্থবহ করতে হলে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। গতকাল শনিবার বিকাল ৪টায় শিল্পকলা একাডেমিতে জেলা ও নগর সম্মেলনের প্রধান অতিথির বক্তব্যে তিনি উপর্যুক্ত কথা বলেন।
    অন্তর্র্বতী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনুসকে লক্ষ্য করে তিনি বলেন, এনজিওর মত দেশ চালালে হবে না, সরকার প্রধানকে অবশ্যই শাসকের ভূমিকায় কথা বলতে হবে। নরম নরম কথা বলে অপরাধীদেরকে সোজা করা যাবে না। এখনও পর্যন্ত ফ্যাসিবাদের দোসররা নানা সেক্টরে অবস্থান করছে। তাদের বিরুদ্ধে বজ্র ও কঠিন ভূমিকা রাখতে হবে। এনজিও স্টাইলে কথা বললে খারাপ মানুষ ভালো হবে না। ইনসাফভিত্তিক স্থানভেদে নরম ও গরম ভূমিকা পালন করুন। আপনার দিকে গোটা দেশের জনগণ তাকিয়ে আছে।
    জেলা সভাপতি মাওলানা দ্বীন ইসলাম সাহেবের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন, ইসলামী আন্দোলনের যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) মুফতি দেলাওয়ার হোাসাইন সাকী, বিশেষ বক্তা ছিলেন, মুফতি মাসুম বিল্লাহ। বক্তব্য রাখেন, হাফেজ মুহাম্মদ আমিন উদ্দিন ও মুফতি হাবিবুল্লাহ হাবিব, জাহাঙ্গীর কবির ও সুলতান মাহমুদ, হাজী আমান উল্লাহ ও ডা. সাইফুল ইসলাম, ফারুক আহমেদ মুন্সী ও মাও. শামসুল আলম, মুহা. যোবায়ের হোসেন ও আনোয়ার হোসেন, মুহাম্মদ আলী ও এইচ এম শাহীন আদনান, মাওলানা মাকসুদুর রহমান ও মুহা. আমির হোসেন, মুফতি আ. হাকিম আদ দিফায়ী নগর।
    মুফতি ফয়জুল করীম আরো বলেন, বাংলার মানুষ কারো কাছে মাথা নত করতে জানে না। সীমান্তে দেখেছেন, তারা কাচি নিয়ে বিএসএফের অন্যায়ের প্রতিবাদ করেছে। বাংলাদেশের উপর কেউ আঙ্গুল তুললে সেটা ভেঙ্গে দেয়া হবে ইনশাআল্লাহ। সংবাদ প্রকাশঃ ২৭-০১-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

    আরো সংবাদ পড়ুন

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -
    Google search engine

    সর্বশেষ সংবাদ

    Recent Comments