সিটিভি নিউজ ।। ন্যাপ কমিউনিস্ট পার্টি ছাত্র ইউনিয়ন বিশেষ গেরিলা বাহিনী কুমিল্লার প্রয়াত ৮ জন সদস্যকে স্মরণ করে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। একই রাজনৈতিক আদর্শে বিশ্বাসী কয়েকজন প্রিয় মানুষকে স্মরণ করে যারা বিভিন্ন সময়ে কুমিল্লায় ন্যাপ কমিউনিস্ট পার্টি ও ছাত্র ইউনিয়ন কর্মকান্ডের নেতৃত্ব দিয়েছেন এবং নিজেদের অবদান রেখেছেন একই রকম সহযাত্রী আট জন তাদের মধ্যে যাদেরকে স্মরণ করা হয়। তারা হলেন আলী রেজা খুরশিদ রাজু, বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম ভূঁইয়া, বীর মুক্তিযোদ্ধা নুর আহমদ, নাট্য ব্যক্তিত্ব বিষ্ণু সিনহা, বীর মুক্তিযোদ্ধা নাসরুল হাসান সাঁটু, মোঃ মেজবাহুজ্জামান বাবুল, জীবন দাশ ও অধ্যাপিকা আহমেদ। স্মরণ সভায় সভাপতিত্ব করেন ন্যাপ কমিউনিস্ট পার্টি ছাত্র ইউনিয়ন বিশেষ গেরিলা বাহিনী কুমিল্লার আহবায়ক বীর মুক্তিযোদ্ধা নাসিরুল ইসলাম চৌধুরী জুয়েল। সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা আব্দুল মমিন অনুষ্ঠান পরিচালনা করেন। ২৬ জানুয়ারি বিকেলে নজরুল ইনস্টিটিউট কেন্দ্র কুমিল্লা মিলনায়তনে আয়োজিত স্মরণ সভায় বক্তব্য রাখেন স্মরণ সভায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট গোলাম ফারুক, বীর মুক্তিযোদ্ধা ডঃ আলী হোসেন চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা মোঃ ফুল মিয়া, প্রয়াত নাজমা আহমেদ এর স্বামী ফারুক আহমেদ, ন্যাপ কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী ফারুক, বাচিক শিল্পী ও ক্রীড়া সংগঠক বদরুল হুদা জেনু, অধ্যক্ষ শফিকুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আবু তাহের, বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার, প্রয়াত আলী রেজা খুরশিদ রাজুর ছোট ভাই আলী আকবর তাবিত, প্রয়াত জীবন দাসের মেয়ে শিপ্রা দাস, উদীচীর সংগঠক জসীম উদ্দীন, সিপিবির কুমিল্লার সাধারণ সম্পাদক অশোক দেব জয়, ন্যাপ কুমিল্লার ঐক্য সংগঠক বশির আহমেদ। বক্তারা মহান স্বাধীনতা যুদ্ধ ও ৬০এর দশকে কুমিল্লায় আন্দোলন সংগ্রামে প্রয়াতদের অবদানের কথা শ্রদ্ধা ভরে স্মরণ করেন।
কুমিল্লায় ন্যাপ গেরিলা বাহিনী কুমিল্লার প্রয়াত ৮ জন সদস্যকে স্মরণ করে স্মরণ সভা
আরো সংবাদ পড়ুন