সিটিভি নিউজ, এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিএনপি নেতার নেতৃত্বে লিজকৃত সম্পত্তিতে থাকা বসত ঘর ভাংচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে শনিবার (২৫ জানুয়ারী) গভীর রাত ২টার দিকে উপজেলা সদরের মডেলপাড়া এলাকায়।
ভুক্তভোগি ইমরানা আক্তার জানান, একটি সরকারী সম্পত্তি ভিপি (কেস নং- ১৫/৭৭) এর মূলে তার বাবা তোফাজ্জল হোসেন ভোগ দখল করতেন। তার মৃত্যুর পর তার দুই পুত্র এবং দুই কন্যা উক্ত সম্পত্তির লিজ নিজেদের নামে নবায়ন করে এক কন্যা ইমরানা আক্তার পরিবার পরিজন নিয়ে ঘরবাড়ী নির্মাণ কওে ১২/১৪ বছর যাবত বসবাস করছেন।
তিনি আরো জানান, ৫ আগষ্ট পট পরিবর্তণের পর থেকে উপজেলা যুবদলের সাবেক সভাপতি ও বর্তমান বিএনপি নেতা আলী আজগর (সাবেক এমপি আঙ্গুর গ্রুপের নেতা) জোর পূর্বক জবদখলের মাধ্যমে ইমরানাকে উক্ত সম্পত্তি থেকে উৎখাতের চেষ্টা এবং হুমকী ধমকী প্রদর্শণ করে আসছিল। এ বিষয়ে বিজ্ঞ আদালতে একটি মোকদ্দমাও চলমান এবং অস্থায়ী নিষেধাজ্ঞা ও রয়েছে বলে ভুক্তভোগী ইমরানা জানান। শনিবার দিবাগত রাত ২টার দিকে আলী আজগর ও তার ছেলে মুন্না অপরাপর লোকজন নিয়ে গিয়ে ইমরানার দুটি ঘর ভাংচুর করে এবং ঘরে থাকা আসবাপত্র লুটপাট করে নিয়ে যায়।
ইমরানা আরো জানান, ঘটনার সময় আমি আমার শিশু পুত্র তাসিম (৮) কে নিয়ে প্রাণ ভয়ে পালিয়ে গিয়ে থানার আশ্রয় নেই এবং সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে যায়। ততক্ষণে হামলাকারীরা পালিয়ে যায়। পরে এ বিষয়ে থানায় অভিযোগ একটি লিখিত অভিযোগ দেয়া হয়েছে।
এ ব্যাপারে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এনায়েত হোসেন এর সাথে যোগাযোগ ও তার হোয়াসআপে ক্ষুদে বার্তা দিলেও তাকে পাওয়া যায়নি। সংবাদ প্রকাশঃ ২৬-১-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে লিংকে ছবিতে ক্লিক করুন= =আরো বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=
আড়াইহাজারে বিএনপির নেতার নেতৃত্বে লিজকৃত সম্পত্তির বাড়ীঘর ভাংচুর ও লুটপাট
আরো সংবাদ পড়ুন