সিটিভি নিউজ।। এম ফয়জুল ইসলাম ফয়সাল, মুরাদনগর(কুমিল্লা)প্রতিনিধিঃ==============
কুমিল্লার মুরাদনগরে মাদকের ভয়াবহতা থেকে যুবসমাজকে ফিরিয়ে আনতে অনুষ্ঠিত হয়েছে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা। শুক্রবার (২৪ জানুয়ারি) রাত ৯ টায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে ভূতাইল স্পোর্টিং ক্লাবের উদ্যোগে গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত হয়। এতে এক টানটান ফাইনালে চ্যাম্পিয়ন হয়ে ঘোড়াশাল স্পোর্টিং ক্লাব, মুরাদনগর, এবং রানার আপ হয়েছেন চেচড়া ব্যাডমিন্টন ফাইটার্স, নবীনগর।
ফাইনাল ম্যাচের পর চ্যাম্পিয়ন দলকে নগদ ৫০ হাজার এবং রানার আপ দলকে ১০ হাজার টাকা পুরস্কৃত করা হয়। এ আয়োজনের মূল উদ্যোক্তা হলেন ভূতাইল গ্রামের বাহরাইন প্রবাসী ও বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ সাজ্জাদ হোসেন। মাদকবিরোধী এই টুর্নামেন্টের খরচের দায়িত্ব তিনি নিজের কাঁধে তুলে নেন, এবং খেলার মাঠের সব খরচও তিনি ফ্রি করে দেন।
গত ৯ ডিসেম্বর শুরু হওয়া এই ব্যাডমিন্টন টুর্নামেন্টে ১৬টি দল অংশগ্রহণ করে এবং একটানা দেড় মাস ধরে প্রতিযোগিতা চলেছে। প্রতিদিন সন্ধ্যায় যুবকরা মাঠে এসে খেলা উপভোগ করেছেন, যা তাদের জন্য সুস্থ বিনোদন এবং মাদকের বিরুদ্ধে এক শক্তিশালী বার্তা প্রদান করেছে।
গ্র্যান্ড ফাইনালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান। এছাড়া, জনস্বাস্থ্য অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী নুরুল কবির ভূইয়া, ১নং শ্রীকাইল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ বশির, এবং বিশিষ্ট সমাজসেবক রফিকুল ইসলাম বাহাদুর, ফজলুল হক বাবুল, খায়রুল বাশার, মাহবুব হাসান সরকার কমল, সুজন মুন্সি সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
এই আয়োজনের মাধ্যমে মাদকমুক্ত সমাজ গঠনের পথচলায় নতুন এক উদাহরণ সৃষ্টি হয়েছে, যা যুব সমাজের মধ্যে সুস্থ, ইতিবাচক মনোভাব তৈরিতে সহায়ক হবে। সংবাদ প্রকাশঃ ২৫-০১-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ক্লিক করুন=