Monday, January 27, 2025
spot_img
More

    বুড়িচংয়ে অসহায় ও প্রতিবন্ধী সম্পত্তি গোপনে দলিলের চেষ্টা;অভিযোগ করায় হুমকি

    সিটিভি নিউজ।। সৌরভ মাহমুদ হারুন নিজস্ব প্রতিবেদকঃ====
    কুমিল্লার বুড়িচং উপজেলার পূর্ণমতি এলাকায় অসহায় ও প্রতিবন্দী সম্পত্তি গোপানে দলিলের চেষ্টার অভিয়োগ পাওয়া গেছে।এ বিষয়ে প্রশাসনের নিকট অভিযোগ করায় ভুক্তভোগী পরিবারকে প্রাণনাশের হুমকি প্রদান করা হয়েছে।

    অভিযোগ সূত্রে জানা যায়,উপজেলার সদরের পূর্ণমতি গ্রামের তোফায়েল আহাম্মদের ছেলে এরশাদের পৈতৃক সম্পত্তি যাহার বি.এস নং- ৫৯২,খতিয়ানের দাগ নং- ২২২২। পূর্ণমতি গ্রামের সড়কের পাশে পৈতৃক সম্পত্তি ওয়ারিশসূত্রে তথা সি.এস, আর.এস খতিয়ানে যৌথভাবে মালিক হয়ে পরমপরায় শান্তিপূর্ণভাবে ভোগদখল করিয়া আসিতেছি।গত ১২ জানুয়ারি ২০২৫ইং তারিখে এরশাদ জানতে পারেন যে,পূর্ণমতি গ্রামের রেছত আলীর ছেলে জলু মিয়া,আব্দুল মতিন,রেছত আলীর স্ত্রী কলছুম বিবি, আইয়ুব আলীর স্ত্রী হনুফা বেগম,হারুন মিয়ার স্ত্রী পাখি আক্তার মিলে উপজেলা রেজিস্ট্রার অফিসে গোপনে দলিল করতে যায়।এ খবরটি শুনে অসহায় পরিবারটি কুমিল্লা জেলা সাব রেজিষ্ট্রার,বুড়িচং সাব রেজিষ্ট্রার অফিসার,বুড়িচং সহকারী কমিশনার (ভূমি) এর নিকট একটি অভিযোগে দায়ের করেন। অভিযুক্ত ব্যক্তিরা এরশাদের চাচাতো ভাই,বোন ও ফুফু।অভিযোগের পর হুমকি দিচ্ছে বলে জানায় এরশাদ। তিনি আরও জানায়, সি.এস খতিয়ানের মূল মালিক এর ওয়ারিশসূত্র আমার পিতার অপর দুই ভাইয়ের নামীয় আর.এস খতিয়ান সৃজন হয় কিন্তু আমার পিতার বড় ভাই মৃত্যুবরণ করলে আমার পিতা ও অপর এক ভাইয়ের নামে মৃত ভাইয়ের অংশটুকু বি.এস খতিয়ান সৃজন হওয়ার কথা থাকলেও উক্ত সম্পত্তি ওই লোভী ব্যক্তিদের নামে একক ভাবে বি.এস খতিয়ান সৃজন করে নেয়।বর্তমানে লোভী বিবাদীগণ নিম্নো তফসিল ভূক্ত ভূমির রাস্তার পাশে দামি জায়গাটুকু তাহাদের নামে বন্টননামা দলিল করার জন্য চেষ্টা চালিয়ে আসছে। উক্ত জায়গাটি যেন লোভী ব্যক্তিরা দলিল না করতে পারে সে জন্য প্রশাসনের সহযোগীতা কামনা করেন। কুমিল্লা জেলার বুড়িচং থানাধীন পূর্ণমতি মৌজাস্থিত সাবেক ১২০৮, ১২০৯ দাগ, হালে ২২২২ দাগে ৫৩ শতকের আন্দরে ১২ শতক ভূমি মাত্র রয়েছে।
    এব্যপারে উপজেলা সাবরেজিস্টার মোঃ সোহেল রানা বলেন একটি লিখিত অভিযোগ পেয়ে আমি সরজমিনে তদন্ত করে এসেছি। উভয় পক্ষের মধ্যে সামাজিক বিরোধ রয়েছে। এটা মিমাংসা না হলে জমি দলিল বা রেজিষ্ট্রেশন করা হবে না। সংবাদ প্রকাশঃ ২৫-০১-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ক্লিক করুন=

    আরো সংবাদ পড়ুন

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -
    Google search engine

    সর্বশেষ সংবাদ

    Recent Comments