সিটিভি নিউজ।। সংবাদদাতা জানান = : দরিদ্র কৃষকের প্রণোদনার নগদ অর্থ ও সার, বীজ নিয়ে কৃষি কর্মকর্তাদের নতুন কৌশলের জালিয়াতি, আত্মসাৎ হয়েছে লক্ষ লক্ষ টাকা। কর্তৃপক্ষ বরাবরে সুনির্দিষ্ট লিখিত অভিযোগ করার পরও দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গৃহীত হয়নি।
প্রতি বছরের মতো এবারও কুমিল্লা জেলার ১৭টি উপজেলায় ৭দফায় প্রায় ২৯ কোটি টাকার কৃষি প্রণোদনা বিতরণ করা হয়। বন্যা ও পাহাড়ী ঢলে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে নগদ অর্থ, বহু প্রকার বীজ ও সার বিতরণের কার্যক্রম ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। মাঠ পর্যায়ে কর্মরত উপসহকারী কৃষি কর্মকর্তাদের তৈরি করা তালিকা এবং মাস্টাররোলের ভিত্তিতে উপজেলা কৃষি কর্মকর্তাগণ এই বিতরণ কার্যক্রম সম্পন্ন করেন।
কৃষি কর্মকর্তাদের নতুন কৌশলের জালিয়াতির কারণে দরিদ্র কৃষকদের এসব সরকারি সহায়তার অর্থ, বীজ, সার আতœœসাত হয়েছে। দুর্নীতির এই বিষয়ে লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কুমিল্লার বরাবরে। প্রাথমিক তদন্তে সত্যতার প্রমাণও পেয়েছে কর্তৃপক্ষ, কিন্তু দায়ী কর্মকর্তাদের বিরুদ্ধে কর্তৃপক্ষ এপর্যন্ত কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেয়নি। ফলে কৃষি কর্মকর্তাদের অনিয়ম-দুর্নীতির চর্চা উত্তম চর্চায় পরিণত হচ্ছে।
লিখিত অভিযোগের বিবরণে জানা যায়, দাউদকান্দি উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তা আবুল কালাম অত্যন্ত সুকৌশলে একই কৃষক/কৃষাণীর নাম, ঠিকানা, ছবি এবং অন্যান্য তথ্য একই তালিকায় ৪/৫ বার ব্যবহার করেছেন। আবার তাঁর তালিকাভুক্ত অনেক কৃষক/কৃষাণীই কোনো প্রণোদনাই পাননি বলে জানা গেছে। বঞ্চিত এসব কৃষক/কৃষাণীর বীজ, সার, নগদ অর্থ সংগবদ্ধ চক্র আতœসাৎ করেছেন। উফশী জাতের বোরো ধানের অগ্রাধিকার তালিকায় উপসহকারী কৃষি অফিসার আবুল কালাম জনৈক সুখিয়ার নাম, ঠিকানা, ছবি এবং অন্যান্য তথ্য তালিকার ৮৩৯, ৮৫১, ৮৬১ এবং ৮৭২ ক্রমিকে ব্যবহার করেছেন। সুখিয়ার পিতার নাম আজগর আলী, মাতার নাম ফয়জন, গ্রাম খোশকান্দি, এনআইডি নম্বর ৩২৭০৯৭৫৬২০, মোবাইল নম্বর ০১৮২৫-০৮৩২৩৩। সুখিয়াকে ফোন করলে তিনি বলেন, আমি একবারই মাত্র বীজ, সার পেয়েছি, চারবার পাইনি। তাঁর একটি তালিকায় এমন নাম রয়েছে ৫৭টি। (ছবি ঃ প্রতিকী ফাইল ফটো) সংবাদ প্রকাশঃ ২৪-০১-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ক্লিক করুন=
দরিদ্র কৃষকের প্রণোদনা নিয়ে কৃষি কর্মকর্তাদের জালিয়াতি- অভিযোগের পরও কর্তৃপক্ষ নির্বিকার
আরো সংবাদ পড়ুন