সিটিভি নিউজ।। মোঃ রুকুনুজ্জামান (পার্বতীপুর) সংবাদদাতা দিনাজপুরঃ =====
রংপুর বিভাগীয় ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন এর আসন্ন এি বার্ষিক নির্বাচন কে সামনে রেখে অদ্য প্রধান কার্যালয়, পার্বতীপুর ট্যাংকলরী টার্মিনাল, পার্বতীপুর, দিনাজপর এ নির্বাচনী তফসীল ২০২৫ ঘোষণা কর্মসূচি অনুষ্ঠিত হয়।
জানা গেছে, বাংলাদেশ ট্যাংকলরী শ্রমিক ফেডারেশন, রেজি: নং-বি-২১০০ এর অন্তর্ভক্ত পার্বতীপুর ট্যাংকলরী টার্মিনাল,পার্বতীপুর,দিনাজপুর আওতাধীন নির্বাচনী তফসীল ঘোষণা করে। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সাবেক প্যানেল পৌর মেয়র, প্রধান নির্বাচন কমিশনার মো: মন্জুরুল আজিজ পলাশ, এছাড়াও উপস্হিত ছিলেন,নির্বাচন কমিশনার বৃন্দ, পার্বতীপুর প্রেস ক্লাব এর সভাপতি মন্জুরুল আলম, সাহিত্য ও পাঠাগার সম্পাদক মো: ওবায়দুল ইসলাম বাবু,ও প্রিন্ট মেডিয়ার স্হানীয় সাংবাদিকবৃন্দ। আরও উপস্থিত ছিলেন, রংপুর বিভাগীয় ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের শ্রমিক, নেতা ও নেতৃবৃন্দ।উক্ত অনুষ্ঠানে সংক্ষিপ্ত আকারে প্রধান নির্বাচন কমিশনার সকলের উদ্দেশ্যে নির্বাচনী তফসীল ঘোষণা করেন।
তফসীলে যা উল্লেখ করা হল, খসড়া ভোটার তালিকা প্রকাশ ২২/১/২৫ বুধবার, খসড়া ভোটার তালিকার উপর আপত্তি গ্রহন ২৩/১/২৫ বৃহস্পতিবার, খসড়া ভোটার তালিকার উপর আপত্তি নিষ্পত্তি ২৫/১/২৫ শনিবার, চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ২৭/১/২৫ সোমবার, মনোনয়ন পএ ফরম বিক্রয় ২৮/১/২৫মঙ্গলবার হতে ২৯/১/২৫ বুধবার, মনোনয়ন পএ দাখিল ও গ্রহণ ৩০/১/২৫ বৃহস্পতিবার, মনোনয়ন পএ বাছাই ১/২/২৫ শনিবার ২/২/২৫ রবিবার, প্রার্থীদের নামের তালিকা প্রকাশ ৩/২/২৫ সোমবার, মনোনয়ন পএের উপর আপত্তি ও নিস্পত্তি ৪/২/২৫ মঙ্গলবার, মনোনয়ন পএ প্রত্যাহার ৫/২/২৫ বুধবার, চুড়ান্ত বৈধ প্রার্থীর নামের তালিকা প্রকাশ ৬/২/২৫ বৃহস্পতিবার, প্রতীক বরাদ্দ ৮/২/২৫ শনিবার ও ভোট গ্রহন ২২/২/২৫ শনিবার। নির্বাচনী তফসীল -২০২৫ ঘোষণার পর সকলে করতালি দিয়ে প্রধান নির্বাচন কমিশনার কে অভিনন্দন জানান।
পরিশেষে প্রধান নির্বাচন কমিশনার বলেন রংপুর বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়ন এর এি বার্ষিক নির্বাচন সুষ্ঠ ভাবে পরিচালনা ও সু সম্পন্ন করতে ২২/২/২৫, শনিবার সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহণ, গণনা ও ফলাফল প্রকাশ করা হবে বলে সকলের সহযোগিতা আন্তরিক ভাবে কামনা করেন। সংবাদ প্রকাশঃ ২৩-০১-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ক্লিক করুন=