সিটিভি নিউজ।। মোঃ অপু খান চৌধুরী।। সংবাদদাতা জানান ====
ব্রাহ্মণপাড়া নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহমুদা জাহান গতকাল বুধবার যোগদানের পর ব্রাহ্মণপাড়া উপজেলা জনপ্রতিনিধি ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সাথে মতবিনিময় করছেন।গতকাল ২২ জানুয়ারি বিকেলে নিজ কার্যালয়ে ব্রাহ্মণপাড়াবাসীর উদ্দেশ্যে বলেন ব্রাহ্মণপাড়ায় মাদক ও চোরাকারবারীদের স্থান নেই।এছাড়াও ইভটিজিং,বাল্যবিবাহ,ড্রেজিং ও সন্ত্রাস নির্মূলে প্রশাসন সজাগ থাকবে। আজ যারা তরুণ তারাই আগামীতে বাংলাদেশের দায়িত্ব হাতে নেবে, তাই তাদেরকে ধ্বংস হতে দেওয়া যাবে না। তাদের লেখাপড়ার পাশাপাশি ভালো মানুষ হতে হবে। রাস্তাঘাট উন্নয়ন বিভিন্ন দুর্নীতি নির্মূলে সকল শ্রেণী পেশার মানুষকে এগিয়ে আসতে হবে। জনপ্রতিনিধি ও অন্যান্য অংশীজনসহ সকলকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে হবে। বাংলাদেশকে উন্নত ও সমৃদ্ধ দেশে রূপান্তরে তরুণ প্রজন্মকে সৈনিক হিসেবে কাজ করতে হবে। মাদক থেকে দুরে থাকতে হবে। ব্রাহ্মণপাড়া নবাগত উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা জাহান
৩৬ তম বিএসএস কর্মকর্তা। প্রথমে বরিশাল ঝালকাঠি ডিসি অফিসে যোগদান করেন। এরপর নারায়ণগঞ্জ ডিসি অফিসে দায়িত্ব পালন করে পদোন্নতি হয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে কর্মরত ছিলেন। এরপর পদোন্নতি পেয়ে সিনিয়র সহকারী কমিশনার হিসেবে নরসিংদীতে কাজ করেন। এরপর তিনি পদোন্নতি পেয়ে ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেন।
জানা গেছে, মাহমুদা জাহান চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলার বাসিন্দা। এ ছাড়াও তিনি ব্রাহ্মণপাড়াবাসীর উন্নয়নের লক্ষে সর্বদা কাজ করে যাবেন। সংবাদ প্রকাশঃ ২৩-০১-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ক্লিক করুন=