সিটিভি নিউজ।। এম ফয়জুল ইসলাম ফয়সাল, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার মুরাদনগর উপজেলার আন্দিকোট ইউনিয়নের পাক দেওরা গ্রামে মঙ্গলবার বিকেলে সন্ত্রাসী হামলায় অন্তত ১০ জন আহত হয়েছেন। হামলাকারীরা স্থানীয় আলম মিয়া, মো. মাইনুদ্দিন, মো. শাহপরান ও রুকু মিয়ার বাড়ি-ঘর ভাঙচুর ও লুটপাট চালায়। আহতদের মধ্যে গর্ভবতী নারী ও শিশু রয়েছে।
ঘটনাটি ঘটে যখন এলাকার চিহ্নিত সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র নিয়ে দুই ঘণ্টা ধরে ওই চারটি পরিবারের বাড়িতে তাণ্ডব চালায়। হামলায় আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং চার সন্ত্রাসীকে আটক করে। তাদের কাছ থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
এ ঘটনায় এলাকাবাসী আতঙ্কিত হয়ে পড়েছেন এবং তাদের মধ্যে ভয় ও উদ্বেগ সৃষ্টি হয়েছে। স্থানীয়রা জানায়, হামলার সঙ্গে প্রায় ৬০-৭০ জন লোক জড়িত ছিল, তবে তারা কাউকে অভিযোগ করার সাহস পাচ্ছে না।
সেনাবাহিনীর ক্যাপটেন রায়হান সাংবাদিকদের জানান, তারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং সন্দেহভাজন চারজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
বাঙ্গরা বাজার থানার ওসি মাহফুজুর রহমান বলেন, অভিযুক্তদের বাড়ি তল্লাশি করে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে এবং ঘটনার সাথে জড়িত অন্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে, এবং সন্ত্রাসী হামলার ঘটনায় সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন রয়েছে। সংবাদ প্রকাশঃ ২২-০১-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ক্লিক করুন=