সিটিভি নিউজ।। কুমিল্লা নামে "কুমিল্লা বিভাগ", ঢাকা-কুমিল্লা সরাসরি রেলপথ নির্মান ও কুমিল্লা বিমানবন্দর পুনরায় চালুর দাবীতে স্মারকলিপি পেশ করেছে সচেতন রাজনৈতিক ফোরাম কুমিল্লা নামে একটি সংগঠন। আজ ২২ জানুয়ারী সকালে মাননীয়,
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা বরাবর স্মারক লিপিটি কুমিল্লা জেলা প্রশাসকের কাছে প্রদান করেন সচেতন রাজনৈতিক ফোরাম কুমিল্লার প্রধান সমন্বয়ক ড. শাহ্ মোঃ সেলিম ও সমন্বয়ক শেখ আবদুল মান্নান সহ অন্যান্যরা। কুমিল্লা জেলা প্রশাসকের পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পঙ্কজ বড়ুয়া।
স্মারকলিপিতে বলাহয়== বৃহত্তর কুমিল্লা ও নোয়াখালীর বঞ্চিত জনগনের পক্ষ থেকে আপনার সদয় অবগতি ও যথাযথ পদক্ষেপ গ্রহণের জন্য জানাইতেছি যে, বর্তমান আপনার নেতৃত্বে একটি বৈষম্যহীন সমাজ বিনির্মানে এতদঅঞ্চলের জনগন আপনার সদয় দৃষ্টি কামনা করছি। শিক্ষা ও সংস্কৃতির পাদপীঠ এই অঞ্চলে বিশ্ববিদ্যালয়, প্রবাসী আয়, ইপিজেড সহ দেশের অর্থনীতির একটি বিরাট অবদান রেখে আসছে জনগন। ভারতবর্ষের প্রথম ব্যাংকের শহর এই কুমিল্লা। মহান ভাষা আন্দোলন, ১৯৭১ এর মহান মুক্তিযুদ্ধসহ সর্বোপরি বিগত বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে কুমিল্লার ভূমিকা অপরিসীম। বর্তমানে প্রায় ২ কোটির অধিক জনগন নিয়ে বৃহত্তর কুমিল্লা ও নোয়াখালী অঞ্চল ঘিরে কৃষি সহ শিল্পক্ষেত্রে ব্যাপক উন্নয়ন সাধিত হলেও বারবার বঞ্চনার শিকার হয়েছে এই অঞ্চল। ১৯৮৯ সাল থেকে কুমিল্লা নামে একটি বিভাগের দাবী সর্বোন্তরে উত্থাপিত হলেও বিগত কয়েকটি সরকারের আমলে বরিশাল, ময়মনসিংহ, সিলেট বিভাগ ঘোষণা হলেও অদ্যাবধি কুমিল্লা অঞ্চলের জনগন তা থেকে বঞ্চিত। সবকিছু মিলিয়ে দেশের পূর্ব দক্ষিণাঞ্চলের বৃহত্তর কুমিল্লা ও বৃহত্তর নোয়াখালী অঞ্চলের প্রাণ কেন্দ্র এই কুমিল্লা। এক সময়ে ভারত বর্ষের ত্রিপুরার রাজধানী ছিল কুমিল্লা। এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবী কুমিল্লা নামেই কুমিল্লা বিভাগ, ঢাকা-কুমিল্লা সরাসরি রেলপথ এবং বিমান বন্দর পুনরায় চালু করা। নানা রাজনৈতিক মেরুকরনের কারনে আমরা বারবার তা থেকে বঞ্চিত হচ্ছি। "সচেতন রাজনৈতিক ফোরাম, কুমিল্লা" ২০২২ সালে বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক এবং বিভিন্ন সংগঠন সহ বুদ্ধিজীবি সমন্বয়ে গঠিত হওয়ার পর থেকে কুমিল্লার সমসাময়িক দাবী আদায় সহ বৈষম্য বিরোধী ছাত্রজনতার আন্দোলনের সাথে সোচ্চার থেকে কর্মসূচী অদ্যাবধি অব্যাহত আছে। আমরা চাই বর্তমান অন্তর্বর্তী সরকারের আমলে এই দাবীসমূহ বাস্তবায়ন করে এই জনপদের মানুষের দীর্ঘদিনের আশা আকাঙ্খা পূরণ হউক।== সংবাদ প্রকাশঃ ২২-০১-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ক্লিক করুন=