সিটিভি নিউজ, এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে জামান নামের এক বিকাশ ব্যবসায়ী ছিনতাইয়ের শিকার হয়েছে। ভুক্তভোগীর টাকা ভর্তি একটি ব্যাগে থাকা নগদ পৌনে ৩ লাখ টাকা ও ফ্ল্যাক্সিলোডের কাজে ব্যবহৃত ৪টি মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয় বলে অভিযোগ তার। নিশ্চিক করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনূর আলম।
সোমবার (২০ জানুয়ারি) রাত ১২ টায় নাসিক ২ নং ওয়ার্ডের মিজমিজি দক্ষিণ পাড়ার আমজাদ মার্কেটের পশ্চিমে এই ঘটনা ঘটেছে।
স্থানীযরা জানিয়েছে, মিজমিজি দক্ষিণপড়া আমজাদ মার্কেট সংলগ্ন কাসেম আলী মসজিদের সঙ্গে ভুক্তভোগী জামানের বিসমিল্লাহ টেলিকম নামক দোকান রয়েছে। সে প্রতিদিনের ন্যায় গতরাতেও তার দোকানটি বন্ধ করাকালীন সময়ে হঠাৎ এক ছিনতাইকারী দোকানের সামনে এসে তাকে আঘাত করে হাতে থাকা ব্যাগটি ছিনিয়ে নিয়ে যান।
ভুক্তভোগী জামান জানান, রাত ১২টার সময়ে আমি দোকান বন্ধ করে তালা লাগানোর সময়ে আমাকে পেছন দিক থেকে আঘাত করে আমার হাতে থাকা টাকা ভর্তি ব্যাগ ছিনিয়ে নিয়ে দৌড়ে পালায় এক ছিনতাইকারী। পরে আমি তাকে ধরার জন্যে প্রায় আধা কিলোমিটার রাস্তায় দৌড়েও তাকে ধরতে পারিনি। এরপর পুলিশকে ফোন করলে সিদ্ধিরগঞ্জ থানার (এসআই) ইলিয়াস এসে পরিদর্শন করে গেছেন। আমি আজ অভিযোগ করবো।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনূর আলম বলেন, ঘটনার পরই আমি টিম পাঠিয়েছি। ভুক্তভোগীর টাকার সাথে যে মোবাইল ফোনগুলো ছিনতাই হয়েছে সেগুলো ট্রেকিং করার চেষ্টা চলছে। সংবাদ প্রকাশঃ ২১-০১-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ক্লিক করুন=
সিদ্ধিরগঞ্জে বিকাশ ব্যবসায়ীর টাকা ভর্তি ব্যাগ তিন লাখ টাকা ছিনতাই
আরো সংবাদ পড়ুন