সিটিভি নিউজ।। এবিএম আতিকুর রহমান বাশার, দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি/
কুমিল্লার দেবীদ্বারে কৃষি জমির মাটি কাটার অভিযোগে সেনা কর্মকর্তার বিরুদ্ধে আদালতে মামলা দায়ের এবং প্রতিকার চেয়ে মানব বন্ধন করেছে ভোক্তভুগীরা।
মঙ্গলবার (২১ জানুযারী) সকাল সাড়ে ১১টায় দেবীদ্বার পৌর এলাকার মরিচাকান্দা নিউমার্কেট এলাকায় ওই মানব বন্ধন করা হয়।
মানব বন্ধনে ভোক্তভ‚গী পরিবারগুলোর পক্ষ থেকে এডভোকেট মোর্শেদ আলম মাছুম ভ‚ইঁয়া অভিযোগ করে বলেন, মরিচাকান্দা গ্রামের সেকান্দর আলী ভ‚ঁইয়ার ছেলে কুমিল্লা সেনা নিবাসের ইস্পাহানী স্কুল এন্ড কলেজের সাবেক অধ্যক্ষ অবসর প্রাপ্ত ব্রিগ্রেডিয়ার মো. মোসলেম উদ্দিন ভ‚ঁইয়া মরিচাকান্দা মৌজার ৪১৭ নং বিএস খতিয়ান ভ‚ক্ত ৩৪ শতাংশ জমির মাটি একই বাড়ির মৃত: কনু মিয়া ভ‚ঁইয়ার পুত্র মো. জয়নাল আবেদীন (জনু ভ‚ঁইয়া) ভ‚ঁইয়ার মাধ্যমে স্থানীয় একাধিক ইট ভাটা এবং ব্যাক্তি পর্যায়ে মাটি বিক্রি করে আসছেন। যার ফলে আমারসহ পাশর্^বর্তী জমির মালিকগন তাদের জমির অংশ ভেঙ্গে ক্ষতিগ্রস্থ হওয়ার আশংকা এবং আমার জমির উপর দিয়ে রাস্তা তৈরী করে মাটি বহনকারী ট্রাক্টরের চাকায় খানাখন্দ করার অভিযোগে, স্থানীয় প্রশাসনের বরাবরে আবেদন করি। ওই আবেদনে কোন প্রতিকার না পেয়ে অবশেষে অবসর প্রাপ্ত ব্রিগ্রেডিয়ার মো. মোসলেম উদ্দিন ভ‚ঁইয়া ও মো. জয়নাল আবেদীন (জনু ভ‚ঁইয়া)কে অভিযুক্ত করে কুমিল্লা ৪ নং জুডিশিয়ার ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করি। মামলা দায়েরের পর স্থানীয় সেনা ক্যাম্পে আমাকে বার বার ডাকাসহ নানাভাবে হুমকীর মুখে নিরাপত্তাহীনতায় আছি। তাই প্রতিকার চেয়ে মানব বন্ধনের মাধ্যমে প্রশাসন ও সরকারের দৃষ্টি আকর্ষণ করছি।
এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, শরীফ হেসেন ভ‚ইঁয়া, নাসির উদ্দিন ভ‚ঁইয়া, রাসেল কারার, মো. আবু ইউছুফ প্রমূখ ব্যাক্তিবর্গ।
এ ব্যাপারে অভিযুক্ত অবসর প্রাপ্ত ব্রিগ্রেডিয়ার মো. মোসলেম উদ্দিন ভ‚ঁইয়া ফোন রিসিভ করে বলেন, জমির মালিক আমি, জয়নাল আবেদীন ভ‚ঁইয়ার এখানে কোন সম্পৃক্ততা নেইু বলে, এ বিষয়ে পরে কথা বলবেন বলে আর কোন কথা বলেননি।
মামলা তদন্তকারী কর্মকর্তা দেবীদ্বার থানার উপপরিদর্শক(এসআই মো. মাজহারুল ইসলাম জানান, অবসর প্রাপ্ত ব্রিগ্রেডিয়ার মো. মোসলেম উদ্দিন ভ‚ঁইয়া তার নিজ জমির মাটি কেটে খনন করার কারনে প্রতিবেশীদের জমি ক্ষতির হওয়ার অভিযোগে আদালতে মামলা দায়ের করেন। মামলাটি এখনো তদন্তাধীন।
এ ব্যপারে উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) মো. রায়হানুল ইসলাম বলেন, অভিযোগ পেয়ে ঘটনাস্থল থেকে মাটি কাটা অবস্থায় ২টি ট্রাক্টর জব্ধ এবং কৃষি জমির মাটিকাটায় নিষেধ করে আসি। পরবর্তীতে শুনতে পাই নিষেধাজ্ঞা অমান্য করে আবারো ওই জমির মাটি কাটা হচ্ছে। এরই মধ্যে প্রতিকার চেয়ে এডভোকেট মোর্শেদ আলম মাছুম ভ‚ইঁয়া নামে এক ব্যক্তি আদালতে মামলা করার অভিযোগ পাই।
ছবির ক্যাপশনঃ দেবীদ্বারে কৃষি জমির মাটি কাটার অভিযোগে সেনা কর্মকর্তার বিরুদ্ধে প্রতিকার চেয়ে মানব বন্ধন । সংবাদ প্রকাশঃ ২১-০১-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ক্লিক করুন=
দেবীদ্বারে (অবঃ) সেনা কর্মকর্তার বিরুদ্ধে মানব বন্ধন
আরো সংবাদ পড়ুন