সিটিভি নিউজ, এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ : দীর্ঘদিন বিদেশ থাকার পর দেশে ফিরেছেন সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সদস্য ইমাম হোসেন বাদল।
রবিবার (১৯ জানুয়ারি) সকালে ইতালি থেকে একটি ফ্লাইটে ঢাকার হজরত শাহজালাল আর্ন্তজাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি।
পরে দুপুরে সিদ্ধিরগঞ্জ সাইলো গেইটস্থ নিজ এলাকায় আসেন ইমাম হোসেন বাদল। এসময় দলীয় নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানায়।
এসময় উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম,এ,হালিম জুয়েল, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সহ-সভাপতি এ,কে,এম,সামছুল হক, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক আকবর হোসেন, আহসানউল্লাহ মুন্সি, আব্দুল মান্নান মনা, ৫নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, রেহান উদ্দিন মামুন, খাইরুল ইসলাম, শহীদুল ইসলাম, আনোয়ার হোসেন, মোস্তফা আহম্মেদ, আহমাদুল্লাহ, আলী আকরব, জসিম উদ্দিন বুলবুল, রাশেদুল হক, আব্দুল মালেক মালি, জহির প্রধান, কামরুল হাসান সেন্টু ও মাহবুব হোসেনসহ আরো অনেকে।
এসময় ইমাম হোসেন বাদল বলেন আমি শ্রদ্ধাভরে স্মরণ করি গত ৫আগষ্ট যে সকল ছাত্র-জনতার আন্দোলনে আজকে আমরা একটা স্বাধীন দেশ পেয়েছি, স্বাধীন ভাবে আমরা কথা বলতে পারছি।
এই ফ্যাসিস্ট সরকারের কারনে এতোগুলো হামলা,মামলা নিয়ে আমাকে এলাকা থেকে চলে যেতে হয়েছে।
তিনি আরো বলেন আমার সহকর্মী, আমার এলাকাবাসী, আমার ভাই, বন্ধুরা, যেভাবে আমাকে বরণ করে নিয়েছে এটা আমার জীবনে শ্রেষ্ঠ পাওয়া, এর থেকে বড়ো পাওয়া আমার কাছে কিছু নাই।
আমি সবাইকে সাথে নিয়ে ঐক্যবন্ধ ভাবে বিএনপির রাজনীতি করতে চাই। আমাদের প্রিয় নেতা নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি ও নারায়ণগঞ্জ ৪-আসনের সাবেক এমপি আলহাজ¦ মুহাম্মদ গিয়াসউদ্দিনের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহতালা যেন তাকে সুস্থরাখে ভালো রাখে। সংবাদ প্রকাশঃ ১৯-০১-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ক্লিক করুন=