সিটিভি নিউজ।। মানিক ঘোষ নিজস্ব প্রতিনিধিঃ==============
ঝিনাইদহের কালীগঞ্জে সড়কে ডাকাতির প্রস্তুতিকালে ৩ জনকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের নিকট থেকে চাউনিজ কুড়াল ও লোহার রড উদ্ধার ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়। বুধবার দিবাগত গভীর রাতে উপজেলার বারবাজার ফাড়ি পুলিশ ঘোপপাড়া নামক সড়কে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। আটককৃত ডাকাত দলের সদস্যরা হলো-ঝিনাইদহের হামদহ পুলিশ লাইন পাড়ার রনি বিশ্বাস (২২), বিসিক শিল্প নগরী এলাকার জনি মন্ডল (২৫) ও পোড়াহাটি গ্রামের আকাশ শেখ (২১)। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের হয়েছে।
মামলার বাদী বারবাজার ফাড়ির ইনচার্জ জাকারিয়া মাসুদ এজাহারে উল্লেখ করেছেন, ওইদিন রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন একদল ডাকাত অস্ত্রসস্ত্র নিয়ে সড়কে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। এমন খবর পেয়ে তিনিসহ পুলিশ ফোর্স ঘোপপাড়া নামক সড়কে অভিযান চালান। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের কয়েকজন সদস্য পালিয়ে গেলে ৩ জন ডাকাতকে হাতে নাতে ধরে ফেলে। তাদের নিকট থেকে একটি চাইনিজ কুড়াল ও লোহার রড উদ্ধারসহ একটি মটরসাইকেল জব্দ করা হয়। আটককৃতদের রাতেই কালীগঞ্জ থানাতে সোপর্দ্দ করা হয়। এ ঘটনায় আটক ৩ জন সহ অজ্ঞাত আরো ৩/৪ জনের নামে থানাতে একটি মামলা দায়ের করা হয়েছে।
কালীগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ শহিদুল ইসলাম তালুকদার জানান, পুলিশের অভিযানে ৩ জন ডাকাতকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদে বাকীদেরও আটকের চেষ্টা চলছে বলে জানান তিনি। সংবাদ প্রকাশঃ ১৭-০১-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ক্লিক করুন=