সিটিভি নিউজ।। মানিক ঘোষ, নিজস্ব প্রতিনিধি :==========
ঝিনাইদহের কালীগঞ্জে মোবারকগঞ্জ চিনিকলে চিনি খেতে নিষেধ করাকে কেন্দ্র করে মারামারির ঘটনা ঘটে। বুধবার (১৫ জানুয়ারি) বেলা ১২ টায় কারখানার ভেতর এমন ঘটনা ঘটেছে বলে জানা যায়। প্রত্যক্ষদর্শী নাম প্রকাশে অনিচ্ছুক একজন শ্রমিক জানান, ওজনকৃত চিনির বস্তা থেকে আখ বহনকারী ট্রলি ড্রাইভাররা চিনি খেতে গেলে সেখানে দায়িত্বরত শ্রমিকরা তাদের নিষেধ করেন। এ সময় দুই পক্ষের মধ্যে প্রথমে বাকবিদ্বন্দ্ব এবং পরবর্তীতে হাতাহাতি শুরু হয়। পরে আখটানা ট্রলি ড্রাইভাররা বাইরে বের হয়ে সঙ্গবদ্ধ হয়ে কিছুক্ষণ পর পুনরায় দেশীয় অস্ত্র এবং লোহার রড নিয়ে ঝাঁপিয়ে পড়ে শ্রমিকদের উপর । এসময় তাদের আক্রমণে কারখানার যান্ত্রিক বিভাগের বয়লিং হাউস ফোরম্যান আবদার হোসেন গুরুতর জখম হয়। তাৎক্ষণিকভাবে সেখানে থাকা শ্রমিকদের প্রতিরোধে আখ টানা ট্রলি ড্রাইভাররা ঘটনাস্থল ত্যাগ করলেও দুইজকে ধরে ফেলে শ্রমিকরা। ওই দুজনকে কারখানা গেটে অবস্থিত টাইম অফিসের মধ্যে আটকে রাখে তারা।এই দুই জন হলো উপজেলার পুকুরিয়া গ্রামের নাসির উদ্দিনের ছেলে আকাশ এবং একই গ্রামের মৃত ইউনুস আলীর ছেলে রকি ইসলাম। পরবর্তীতে ঘটনাস্থল থেকে থানা পুলিশ তাদেরকে উদ্ধার করে থানায় নিয়ে যাই।অপরদিকে আহত শ্রমিককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা দিয়ে কর্তব্যরত ডাক্তার যশোরে রেফাড করেন। মোবারকগঞ্জ চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলাম মারামারি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম হাওলাদার বলেন,খবর শুনে ঘটনাস্থলে গিয়ে মারামারির ঘটনায় জড়িত থাকা শ্রমিক কর্তৃক আটককৃত দুজনকে থানায় নিয়ে আসি। এখনো পর্যন্ত এ ঘটনায় সুগার মিল কর্তৃপক্ষ কোন লিখিত অভিযোগ বা মামলা করেনি। তবে আমি মিলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বলে এসেছি আইনগত ব্যবস্থা নিতে থানায় আসার জন্য। সন্ধ্যার পরে হয়তোবা তারা আসবেন। সংবাদ প্রকাশঃ ১৬-০১-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ক্লিক করুন=
মোবারকগঞ্জ সুগার মিলে চিনি খেতে বাধা দেওয়াই মারামারি : আহত-১, আটক-২
আরো সংবাদ পড়ুন