Friday, January 17, 2025
spot_img
More

    কুমিল্লায় উদ্বোধন করা হলো কুমিল্লা উৎপাদনমূখী সমবায় সমিতি লিঃ (সিপিসিএল)

    সিটিভি নিউজ।। কুমিল্লা উৎপাদনমুখী সমিতি লিমিটেড (প্রস্তাবিত) এর উদ্বোধনীঅনুষ্ঠান গতকাল ১৫ জানুয়ারী কুমিল্লা টাউনহলে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে,প্রধান অতিথি ছিলেন পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ সচিব, মোঃ নজরুল ইসলাম,। তিনি কুমিল্লা উৎপাদনমুখী সমিতি লিমিটেড (প্রস্তাবিত) এর উদ্বোধন ঘোষনা করেন এবং বেলুন উড়িয়ে দেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা সমবায় অফিসার মোঃ আল আমিন, বিশিষ্ট সমবায়ী আতাউর রহমান জুয়েল, বিশিষ্ট সমবায়ী-ডাঃ মজিবুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এডভোকেট কাজী নাজমুস সা’দাত, সভাপতি কুমিল্লা কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিঃ। উপস্থাপনায় ছিলেন-সমবায়ী মোঃ আব্দুস সাত্তার, সদস্য সচিব কুমিল্লা উৎপাদনমুখী সমবায় সমিতি।

    কুমিল্লা উৎপাদনমূখী সমবায় সমিতি লিঃ (সিপিসিএল)
    ৪. সমবায় ব্যাংক ভবন, কান্দিরপাড়, কুমিল্লা।
    সমিতির গঠনের লক্ষ্য ও উদ্দেশ্য
    • সিন্ডিকেটমুক্ত বাজার ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে সমবায়ীদের সমন্বয়ে “সিপিসিএল সমিতি” একটি মডেল হিসেবে বাজার ব্যবস্থায় কার্যকর ভূমিকা পালন করা।
    • সদস্যদের মাঝে নায্যমূল্যে নিরাপদ ও স্বাস্থ্যসম্মত খাদ্য সামগ্রী বিক্রয় করা। মডেল ফার্মেসী স্থাপনের মাধ্যমে সদস্যদের এবং সাধারন ক্রেতাদের নিকট ভেজালমুক্ত জীবন রক্ষায় সহায়তাকারী ঔষধ সরবরাহ করা।
    • কৃষকের জমি হতে উৎপাদিত ফসল দালাল, ফরিয়া ও মধ্যসত্ত্ব ভোগীদের পরিহার করে সরাসরি সদস্যদের নিকট পৌছানোর ব্যবস্থা করা।
    • ভোক্তা/সদস্যদের নিকট হালাল এবং ক্ষতিকর জীবনুমুক্ত হাঁস, মুরগী, গরু এবং খাসির মাংশ দৈনন্দিনভাবে সরবরাহ করা।
    • সদস্যভুক্ত সমবায়ীদের মাঝে সম্ভাব, সম্পূতি, সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক এবং সমঅধিকার নিশ্চিত করা।
    • সিদ্ধান্ত গ্রহন প্রক্রিয়ায় সদস্যগণকে সক্রিয়ভাবে অন্তর্ভূক্ত করা এবং সিদ্ধান্ত গ্রহনের সকল স্তরে গণতান্ত্রিক চর্চা নিশ্চিত করা।
    • সমিতি পরিচালনার সকল স্তরে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং নিরপেক্ষতা নিশ্চিত করা।
    • সদস্যদের জমাকৃত অর্থের সর্বোচ্চ নিরাপত্তা এবং ঝুঁকিমুক্ত খাতে বিনিয়োগ করা।
    • সকল বিনিয়োগের ক্ষেত্রে মুনাফা ও মানবিকতার নীতি নিশ্চিত করা।
    • সদস্যদের নিরাপদ আবাসন নিশ্চিত করণের লক্ষ্যে জমি ক্রয়, জমি উন্নয়ন এবং বহুতল বিশিষ্ট আবাসিক ভবন নির্মাণ করা।
    • শিক্ষার গুণগতমান নিশ্চিতকরে মানসম্মত, বিজ্ঞান মনষ্ক এবং মানবিক জাতী গঠনের লক্ষ্যে দক্ষ, অভিজ্ঞ ও সৃজনশীল শিক্ষকের সমন্বয়ে ক্যাডেট কলেজের ন্যায় সম্পূর্ণ আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান তথা স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় এবং মাদ্রাসা প্রতিষ্ঠা করা।
    • স্বল্প খরচে আধুনিক চিকিৎসা সেবা সদস্যদের সহজলভ্য করার লক্ষ্যে আধুনিক সুযোগ-সুবিধা সম্পন্ন মেডিকেল কলেজ ও হাসপাতাল প্রতিষ্ঠা করা। গরীব ও খেটে খাওয়া মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ সামগ্রী প্রদান করা।
    • প্রয়োজনীয় দক্ষতা, অভিজ্ঞতা ও যোগ্যতা সম্পন্ন সদস্য/সদস্যার সন্তানগণকে সমিতি কর্তৃক গৃহিত বিভিন্ন প্রকল্পে নিয়োগে অগ্রাধিকার প্রদানের মাধ্যমে আত্মকর্মসংস্থান সৃষ্টি করা।
    • সদস্যদের মাঝে নেতৃত্বের গুণাবলী সৃষ্টির লক্ষ্যে সমিতির বিভিন্ন কার্যক্রমে সদস্যদের সমন্বয়ে উপকমিটি গঠনের মাধ্যমে কর্মসম্পাদন করা।
    • সমিতির পরিচালনার সকল স্তরে সমবায় সমিতি আইন, বিধি, উপআইন, দেশের প্রচলিত আইনকে সর্বোচ্চ আগ্রাধিকার প্রদান করা।
    সমিতির মাধ্যমে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে যোগ্যতা প্রমানের মাধ্যমে সকল প্রকার স্বীকৃতি অর্জন ও পুরষ্কার লাভ করা।
    • আন্তর্জাতিক সমবায় মৈত্রী সংস্থা “International Cooperative Alliance (I.C.A)” স্বীকৃত সমবায়ের ০৭টি মূলনীতি অনুসরণের মাধ্যমে অত্র সমিতিকে জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে বলিষ্ঠ ভূমিকা পালনে সক্ষম করে তোলা।
    • বাজার ব্যবস্থায় সিন্ডিকেট এর অসাধু ও অনৈতিক কার্যক্রম এর বিরুদ্ধে অত্র সমিতিকে কার্যকর প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা।
    • ভ্যালু চেইন সপ বা সুপার সপ স্থাপনের মাধ্যমে এক ছাঁদের নিচে নায্যমূল্যে নিত্যপ্রয়োজনীয় সকল পণ্যের প্রাপ্তী নিশ্চিত করা।
    • বেকার সমস্যা নিরসন ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে শ্রমঘন প্রকল্প গ্রহনের মাধ্যমে সমিতির কার্যক্রম পরিচালনা করা।
    • কৃষি পণ্যের নিরবিচ্ছিন্ন সরবরাহ ও বাজারজাত নিশ্চিতকরণে ভেজিটেবল কোল্ড স্টোরেজ (Vegitable Cold Storage) স্থাপন করা।
    • সমিতির নিজস্ব ব্যবস্থাপনায় কৃষি খামার, পোল্ট্রি ফার্ম ও দেশী মুরগীর ফার্ম, মৎস্য খামার এবং তরল খাঁটি দুধ ও মাংসের চাহিদা পূরণে গরুর খামার ও খাসির মাংসের চাহিদা পূরণে ছাগলের খামার প্রকল্প বাস্তবায়ন করা হবে।
    • প্রতিটি ক্ষেত্রে দক্ষতা ও পেশাদারিত্ব অর্জনের লক্ষ্যে সমিতির সদস্য ও কর্মকর্তা-কর্মচারীগণকে ক্ষেত্রভিত্তিক বাধ্যতামূলকভাবে দেশী এবং বিদেশী প্রতিষ্ঠানে প্রশিক্ষণের ব্যবস্থা করা।
    • হিসাবের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণে বিভাগীয় অডিটের পাশাপাশি স্বনামধন্য সি.এ ফার্মের মাধ্যমে অডিট কার্যক্রম সম্পাদন করা হবে।
    • সমবায়ী কৃষক সদস্যগণের উৎপাদিত কৃষি পণ্যের মূল্য প্রাপ্তী নিশ্চিতকরণে কৃষি বীমা/সদস্য বীমা কার্ড চালু করা।
    • সদস্য কার্ড প্রচলন করা হবে যার মাধ্যমে সদস্যগণ হ্রাসকৃত মূল্যে তাঁর প্রয়োজনীয় দ্রবাদি সমিতির নিজস্ব বিক্রয়কেন্দ্র হতে ক্রয় করতে পারবে। সংবাদ প্রকাশঃ ১৬-০১-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ক্লিক করুন=

    আরো সংবাদ পড়ুন

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -
    Google search engine

    সর্বশেষ সংবাদ

    Recent Comments