সিটিভি নিউজ।। বর্ধিত ১৫ শতাংশ ভ্যাট ও দশ শতাংশ সম্পূরক শুল্ক প্রত্যাহারের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কুমিল্লায় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি কুমিল্লা জেলা শাখা।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় কুমিল্লা নগরীর কান্দিরপাড় পূবালী চত্তরের সামনে বাংলাদেশ রেস্তোরাঁ সমিতি কুমিল্লা জেলা ও মহানগর শাখার আয়োয়নে এ কর্মসূচি পালন করা হয়।
বাংলাদেশ রেস্তোরাঁ সমিতি কুমিল্লা জেলা ও মহানগর শাখার সভাপতি এম এ তাহেরের সভাপতিত্বে মানববন্ধনে বক্তারা বলেন, বর্তমান সরকার হঠাৎ করে অর্থবছরের মাঝামাঝি সময়ে রেস্তোরাঁ খাতে ভ্যাটের হার তিনগুণ বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে।
যেখানে দীর্ঘদিন ধরে দেশে উচ্চ মূল্যস্ফীতি বিরাজ করছে, সেখানে হঠাৎ করে ব্যবসায়ীদের সাথে কোনো আলোচনা না করে তৈরি পোশাক, রেস্তোরাঁ, মিষ্টিসহ ৪৩টি পণ্য ও সেবার উপরে মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাট বাড়ানোর সিদ্ধান্তটি সম্পুর্ণ হটকারি সিধান্ত বলে আমরা মনে করি। বর্তমানে বাজারে দব্যমূরে্যর যা অবস্থা এ দিয়ে ব্যবসা করাটা আমাদের খুব কষ্টকর তার পরেও আমরা সরকারকে ৫ শতাংশ ভ্যাট দেই।
বরং আমাদের দাবি ছিলো যাতে করে এ ভ্যাট কমিয়ে তিন শতাংশ করার কিন্তু বছরের মাঝামাঝি সমেয়ে হটকারি এটা সিধান্তের ফলে অনেক ব্যবসায়ির ব্যবসা বন্ধের পথে। সরকার ব্যবসায়ি বান্ধব না হয়ে হঠাৎ করে তিন গুন অর্থাৎ ১৫ শতাংশ ভ্যাট বৃদ্ধি করে। বক্তারা আরো বলেন, বর্তমান বাজারে দোকান ভাড়া, কর্মচারিদের বিল দিয়ে ব্যবসা করাটা খুবই কষ্টকর হয়ে দাড়িয়েছে তার মধ্যে মরার উপর খারার ঘা। অবিলম্বে সরকারের এ সিধান্ত বাতিল করতে হবে অন্যথায় কঠোর কর্মসূচির ঘোষনা দেয় মানববন্ধন থেকে বক্তারা।
নগরীর কান্দিরপাড়ে মানববন্ধন চলাকালে বাংলাদেশ রেস্তোরাঁ সমিতি কুমিল্লা জেলা ও মহানগর শাখার সাধারণ সম্পাদক নাসিরুল ইসলাম মজুমদারের সঞ্চালনায় এসময় আরো উপস্থিত ছিলেন, সাধারণ সম্পাদক এম কে রহমান জনি , সহ সভাপতি মাহবুব মেহেদী, উপদেষ্টা লুৎফুর রহমান রিপন, ক্যাপসিকাম রেস্টুরেন্টের মালিক খাইরুল বাশার সোহাগ, এডভোকেট শহীদুল হক স্বপন,সহ বিভিন্ন রেস্তোরাঁর মালিক ও কর্মচারিরা।
মানবন্ধন শেষে একটি মিছিল নিয়ে কুমিল্ল জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে প্রধান উপদেষ্টার বরাবর জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি প্রদান করে। পরে ভ্যট ও ট্যক্স কার্যালয়ে আরেকটি স্মারকলিপি জমাদেয় নেতৃবৃন্দ। সংবাদ প্রকাশঃ ১৬-০১-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ক্লিক করুন=