সিটিভি নিউজ।। মোঃ বাছির উদ্দিন, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।===========
কুমিল্লার ব্রাহ্মণপাড়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যায়নরত শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেছে ইউনিভার্সিটি স্টুডেন্টস এসোসিয়েশন অব ব্রাহ্মণপাড়া (ইউস্যাব)৷ "এচিভ ইউর ড্রিমস দ্যা ওয়ে টু হায়ার এডুকেশন" এই স্লোগানকে সামনে রেখে বিশ্ববিদ্যালয় পর্যায়ে অধ্যয়নরত ব্রাহ্মণপাড়ার শিক্ষার্থীদের এ সংগঠনটির উদ্যোগে গত শনিবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে এর আয়োজন করা হয়।
একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের উচ্চ শিক্ষায় আগ্রহী ও বিশ্ববিদ্যালয় প্রস্তুতির দিকনির্দেশনা প্রদানের জন্য এ সভার আয়োজন করে ইউস্যাব।
এতে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ছামিউল ইসলাম৷ বিশেষ অতিথি ছিলেন ৪০তম বিসিএস শিক্ষা ক্যাডার মো. ইউনুস সরকার৷ অনুষ্ঠান শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন ইউস্যাবের কোঅর্ডিনেটর কামরুল হক ও ফজলে রাব্বী।
সভায়, ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় ২০২০-২১ সেশন ১ম স্থান অধিকারী সাখাওয়াত জাকারিয়া ও মেডিকেল কলেজ ভর্তি পরীক্ষায় জাতীয় মেধায় ২য় স্থান অধিকারী আব্দুল্লাহ উপস্থিত শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতি কেন্দ্রিক বিভিন্ন পরামর্শ প্রদান করেন৷
এসময় ব্রাহ্মণপাড়া উপজেলার বিভিন্ন কলেজ ও মাদ্রাসার প্রধান এবং একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন৷ অনুষ্ঠানে বক্তারা একাদশ ও দ্বাদশ শ্রেণিতে অধ্যায়নরত শিক্ষার্থীদের বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা প্রদান করে বিস্তারিত আলোচনা করেন।
ক্যাপশন:- ব্রাহ্মণপাড়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যায়নরত শিক্ষার্থীদের সঙ্গে ইউনিভার্সিটি স্টুডেন্টস এসোসিয়েশন অব ব্রাহ্মণপাড়া (ইউস্যাব) এর মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সামিউল ইসলাম। সংবাদ প্রকাশঃ ১৪-০১-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ক্লিক করুন=