Sunday, April 6, 2025
spot_img

ঐতিহ্যবাহী কুমিল্লা ক্লাবের নির্বাচনে ৩১ জনই মনোনয়নপত্র জমা দিয়েছেন

সিটিভি নিউজ।। নেকবর হোসেন কুমিল্লা প্রতিনিধি===================
ঐতিহ্যবাহী কুমিল্লা ক্লাবের কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে ১৭টি পদে ৩১জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন, সেই ৩১ জনই মনোনয়নপত্র জমা দিয়েছেন। দীর্ঘদিন পর উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিতব্য এ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় ছিলো আনন্দঘন পরিবেশ। কেউ কেউ প্রস্তাবক ও সমর্থক নিয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন। কেউ আবার একাই মনোনয়নপত্র জমা দিয়েছেন। মনোনয়নপত্র জমা দেওয়ার পর সবাই আনন্দমুখর আড্ডায় মেতে উঠেন এবং একে অপরের কাছে ভোট প্রত্যাশা করেন। অনেক দিন পর ঐতিহ্যবাহী কুমিল্লা ক্লাবে এমন দৃশ্য দেখা গেছে। গত বছর ৫ আগস্টে কুমিল্লা ক্লাবে হামলার ক্ষতের মধ্যেও ক্লাব সদস্যরা ছিলেন নির্ভার ।
কুমিল্লা ক্লাবের কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে ১৭টি পদের মধ্যে সহ সভাপতির ৩টি পদে ৭ জন এবং সাধারণ সম্পাদক পদে দুইজন মনোনয়নপত্র জমা দিয়েছেন। আজ রবিবার মনোনয়নপত্র বাছাই শেষে খসড়া প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। বুধবার মনোনয়নপত্র প্রত্যাহার ও ৩১ জানুয়ারি ভোটগ্রহণ করা হবে।

কুমিল্লা ক্লাবের কার্যনির্বাহী পরিষদ নির্বাচন ২০২৫-২০২৬ এর নির্বাচন কমিশনার ও জেলা শিক্ষা অফিসার মো: রফিকুল ইসলাম ও অন্য সদস্যরা ১৭টি পদের বিপরীতে ৩১জন মনোনয়ন পত্র জমা দেওয়ার কথা নিশ্চিত করেছেন।

এর মধ্যে সহ সভাপতির তিনটি পদে সাতজন মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা হলেন-আলহাজ¦ অধ্যাপক ফারুক আহমেদ, মহিউদ্দিন আহমেদ, ডা. মো: আবদুল লতিফ, মো: আমিরুজ্জামান ভূইয়া, আলহাজ¦ মো: জসিম উদ্দিন, মো: জামাল খন্দকার ও কাজী এনামুল হক বাবুল। সাধারণ সম্পাদক পদে ২জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা হলেন আহমেদ শোয়েব সোহেল ও রইস আবদুর রব। সহ সাধারণ সম্পদক পদে মেহেদী হোসেন শাকিল, মো: মাহাবুব আলম চৌধুরী, কোষাধ্যক্ষ পদে এম এ তাহের, মো: আতিকুল ইসলাম, মো: হুমায়ূন কবির, ক্রীড়া সম্পাদক পদে মোহাম্মদ জহিরুল হক, মো: মনিরুল ইসলাম বাচ্চু, অতিথিশালা ও আপ্যায়ন সম্পাদক পদে ওমর ফারুক শাহীন ও তারিক ওবাইদুল্লাহ, সদস্য কল্যাণ সম্পাদক পদে মাহাবুব আলম বাবু ও মোহাম্মদ নাসির উদ্দিন (সুমন) এবং কার্যনির্বাহী সদস্যের ৮টি পদে মাহাবুবুর রশিদ (তুহিন), মোহাম্মদ জিয়াউল হক (লিটু), ডা. মো: সফিকুর রহমান, মো: রেজাউনুর রহমান রেজা, ডা. মো: রাসেল আহমেদ চৌধুরী, মো: মামুনুর রশিদ ভূইয়া, প্রকৌশলী মো: সাইফুল ইসলাম, মাসুদ আহমেদ, গোলাম ইউসুফ চৌধুরী, মোহাম্মদ নজরুল ইসলাম, ফোরকান উদ্দিন হেলাল মনোনয়নপত্র জমা দিয়েছেন।

উল্লেখ্য, সুদীর্ঘ সময় একজনের কুক্ষিগত থাকার পর কুমিল্লা ক্লাবের এবারের নির্বাচন বেশ জমে উঠেছে। এর আগে বেশ কয়েকটি কমিটি একজন ব্যক্তির ইচ্ছা অনিচ্ছার উপর নির্ভর করতো । সংবাদ প্রকাশঃ ১২-০১-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ক্লিক করুন=

আরো সংবাদ পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

সর্বশেষ সংবাদ

Recent Comments