সিটিভি নিউজ।। সুস্থ ধারার শিল্প-সংস্কৃতির সংগঠন ‘সংস্কৃতি সংসদ, কুমিল্লা’র প্রতিষ্ঠা বার্ষিকী ও কার্যকরী কমিটির অভিষেক অনুষ্ঠান আজ ১১ জানুয়ারি, ২০২৫, শনিবার বিকেল ৪টায় কুমিল্লা বীরচন্দ্র নগর মিলনায়নে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানটির উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, কুমিল্লা’র চেয়ারম্যান প্রফেসর ড. নিজামুল করিম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্কৃতি সংসদ, কুমিল্লা’র সভাপতি আবুল কাশেম।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংস্কৃতি সংসদ, কুমিল্লা’র সাধারণ সম্পাদক এবিএম আশরাফুল ইসলাম সুমন। আরো বক্তব্য রাখেন বীরমুক্তিযোদ্ধা ও প্রাক্তন প্রধান শিক্ষক নৃপেন কুমার চক্রবর্তি,প্রফেসর মেজর (অবঃ) এয়াকুব আলী, রাজনীতিবিদ ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শেখ আবদুল মান্নান,সংস্কৃতি সংসদ, কুমিল্লা’র নির্বাহী সভাপতি প্রকৌশলী মেঃ মোখলেসুর রহমান, বাসদ নেতা ও বীরমক্তিযোদ্ধা আবদুর রজ্জাক, সংস্কৃতি সংসদ, ন্যাপ নেতা বসির আহমেদ, কুমিল্লা টাউনহল পরিচালনা কমিটির সদস্য ও যুবদল নেতা সাজ্জাদুল কবীর, কুমিল্লা’র সহ সভাপতি লেখক কলামিস্ট মোতাহের হোসেন মাহাবুব,সংস্কৃতি সংসদ, কুমিল্লা’র সহ সভাপতি সরদার হুমায়ূন কবীর,সহ আরো অনেকে। অনুষ্ঠানের প্রধান অতিথি মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, কুমিল্লা’র চেয়ারম্যান প্রফেসর ড. নিজামুল করিম তার বক্তব্যে বলেন,প্রতেকটি জাতি গোষ্ঠি ও সমাজের নিজস্ব সংস্কৃতি রয়েছে। যা তাদের জাতি স্বত্বার পরিচয় বহন করেন।এটা গৌরবের অংশ। আমাদের নিজস্ব সংস্কৃতিকে চর্চা ও রক্ষা করতে হবে। সুস্থ্য সংস্কৃতি চর্চা করলে ধর্মব্যবসা জঙ্গীবাদ দুর হয়ে যাবে। কুমিল্লার সংস্কৃতি সাহিত্য চর্চায় আমাদের সকলকে ভূমিকা রাখতে হবে। তা হলে কুমিল্লা এগিয়ে যাবে। অনুষ্ঠান পরিচালনা করেন কবি রোখসানা মনি। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। সংবাদ প্রকাশঃ ১১-০১-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ক্লিক করুন=
সংস্কৃতি সংসদ, কুমিল্লা’র প্রতিষ্ঠা বার্ষিকী ও কার্যকরী কমিটির অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত
আরো সংবাদ পড়ুন