সিটিভি নিউজ।। ফরহাদ রহমান রিপোর্টার কক্সবাজার ===========
ছোট্ট দুই শিশুর স্কুলড্রেস, বইখাতা, ব্যাগ এবং শীতের কাপড় নিয়ে বাড়ি ফেরার পথে কক্সবাজারের রামুতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মারা গেলেন দৈনিক গণসংযোগ পত্রিকার বিজ্ঞাপন ও সার্কুলেশন ম্যানেজার শাহাব উদ্দিন জীবন (৩৬)।
গতকাল শুক্রবার (১০ জানুয়ারি) দুপুর দেরটার দিকে খুনিয়াপালংয়ের স্কুলের পাহাড় এলাকার খুনিয়াপালং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
নিহত সিএনজি যাত্রী সাহাব উদ্দিন জীবন উখিয়ার হলুদিয়াপালং ৩ নং ওয়ার্ডের বত্তাতলী এলাকার মৃত কাশেম আলীর পুত্র। সে দীর্ঘ ২২ বছর ধরে সংবাদপত্রের সাথে জড়িত ছিল।
শাহাব উদ্দিন জীবন তার মৃত্যুর আগপর্যন্ত সে দৈনিক গণসংযোগ পত্রিকার বিজ্ঞাপন ও সার্কুলেশন ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে দৈনিক গণসংযোগের সম্পাদক ও প্রকাশক মো: সাইফুর রহিম শাহীন, প্রধান সম্পাদক আবু আদনান সাউদ,নির্বাহী সম্পাদক জাহেদ হোসেন,বার্তা সম্পাদক সিরাজুল ইসলাম,ব্যবস্থাপনা সম্পাদক ফরিদুল ইসলাম, পরিচালনা সম্পাদক নুরুল আবছার,চীফ রিপোর্টার আতিকুর রহমান মানিক,অন্তর দে বিশাল,আব্দুল্লাহ আল ফরহাদ,নুরুল আবছারসহ প্রমুখ।
রিপোর্ট লেখা পর্যন্ত আহতদের পরিচয় পাওয়া সম্ভব হয়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান- রামুর খুনিয়াপালং সড়কে কক্সবাজারগামী ট্রাক ও উখিয়াগামী সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিটি ধুমড়ে মুছড়ে যায় এবং সিএনজিতে থাকা যাত্রী শাহাব উদ্দিন জীবন ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত হন সিএনজিতে থাকা চালক সহ আরও ৫ যাত্রী। স্থানীয়রা আহতদের হাসপাতালে প্রেরণ করে।
ঘটনার পরপরই স্থানীয়রা ঘাতক ট্রাকটি আটক করতে সক্ষম হলেও চালক পালিয়ে যায়। ট্রাকটি এন মোহাম্মদ গ্রুপের বলে জানা গেছে।
সংবাদকর্মী জীবনের আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যুকালে তার এক স্ত্রী হুমাইরা এবং দুই কন্যা সন্তান ছিলো বলে জানা যায়।
এঘটনায় স্হানীয় জনতা কক্সবাজার টেকনাফ সড়ক অবরোধ করে রাখে। ফলে প্রায় ৩ ঘন্টা ধরে যানচলাচল বন্ধ ছিল। পরে ঘটনাস্থলে রামু ক্রসিং হাইওয়ে থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে এবং যান চলাচল স্বাভাবিক রাখতে সহযোগিতা করেন।
ঘাতক ট্রাক যার নং চট্র মেট্রো-ট ১১-৪৬৯৪ এবং দুমড়েমুচড়ে যাওয়া সিএনজি নং কক্সবাজার -থ ১১-৯৭৫৯।গাড়ি দুটি রামু ক্রসিং হাইওয়ে থানার হেফাজতে রয়েছে।
রামু ক্রসিং হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) নাছির উদ্দীন বলেন,ঘটনার পর হাইওয়ে পুলিশের একটি ঘটনাস্থলে গিয়ে যান চলাচল স্বাভাবিক করে দিয়েছেন এবং নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এ-বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। সংবাদ প্রকাশঃ ১১-০১-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ক্লিক করুন=