সিটিভি নিউজ।। মোহাম্মদ আককাস আলী :সংবাদদাতা জানান ====
নওগাঁর ধামইরহাটে ফসলি জমি স্কেভেটর (ভেকু) মেশিন দিয়ে মাটি কেটে পুকুর খননের দায়ে ভ্রাম্যমান আদালতে এক লক্ষ টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।বৃহস্পতিবার বিকেলে উপজেলার আড়ানগর ইউনিয়নের আবাদপুর গ্রামে ফসলি জমি নষ্ট করে অবৈধভাবে ভেকু মেশিন দিয়ে আবাদপুর মাঠে মাটি কেটে পুকুর খনন করছিলেন আড়ানগর গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে আব্দুস সালাম। গোপনসূত্রে খবর পেয়ে তাৎক্ষনিক ভাবে ঘটনাস্থলে থানা পুলিশের সহযোগিতায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান। এ সময় মাটি ও বালু মহল আইন ২০১০ এর ৪ (খ) ধারা ভঙ্গের দায়ে অভিযুক্ত আব্দুস সালাম গংদের ১ লক্ষ টাকা অর্থদন্ড প্রদান করেন ইউএনও ও ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মোস্তাফিজুর রহমান। স্থানীয়রা জানান, পুকুরটি খনন করলে রাস্তাঘাট, পরিবেশ ও চাষাবাদসহ কৃষকদের বিভিন্ন ক্ষতির সম্মূখীন হতে হতো। সংবাদ প্রকাশঃ ১০-০১-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ক্লিক করুন=