Friday, January 10, 2025
spot_img
More

    ২৪’র ছাত্র গণঅভ্যূত্থানে লুটেরা ফ্যাসিষ্ট সরকারমুক্ত স্বদেশকে মুক্তিযুদ্ধ ও অসাম্প্রদায়িক চেতনায় বাসযোগ্য বৈষম্যমুক্ত করে গড়ে তুলতে হবে

    সিটিভি নিউজ।। এবিএম আতিকুর রহমান বাশার দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি/
    ২৪’র ছাত্র গণআন্দোলনে লুটেরা ফ্যাসিষ্ট সরকার মুক্ত স্বদেশকে মুক্তিযুদ্ধ ও অসাম্প্রদায়িক চেতনায় বাসযোগ্য বৈষম্যমুক্ত করে গড়ে তুলতে হবে।
    ‘গণ-সাংস্কৃতিক চর্চা হউক মুক্তির হাতিয়ার’- এ শ্লোগানকে সামনে রেখে বুধ ও বৃহস্পতিবার দু’দিরব্যাপী কুমিল্লার দেবীদ্বারে সাংস্কৃতিক পদযাত্রার সমাপনী দিনের দুপুর ১২টায় প্রথম অধিবেশনে আলোচনা সভায় প্রধান অতিথি প্রবীণ সাংবাদিক যুগ রতেœ (৪ যুগ) ভ‚ষিত এবিএম আতিকুর রহমান বাশার ওই বক্তব্য তুলে ধরেন।
    তিনি আরো বলেন, সংস্কৃতি আমাদের হাজার বছরের ঐতিহ্য। সংষ্কৃতিকে আমেজ ধরে রাখতে হবে। এ সংস্কৃতির ঐতিহ্যের উপকরণগুলো গ্রাম বাংলার মানুষের জীবন পরিক্রমা তুলে ধরা এবং বিনোদনে জাগরণী গণসঙ্গীত, বাউলগান, নাটক, জারী-সারি, যাত্রাপালা এবং বিভিন্ন খেলা-ধূলা যেগুলো হারিয়ে যাচ্ছে, সেগুলো ধরে রাখতে ভ‚মিহীন সমিতি ও নিজেরা করি সংস্থা কর্তৃক প্রতিবছর আয়োজিত সাংস্কৃতিক পদযাত্রা খুবই প্রশংসিত।
    বুধবার (৮ জানুয়ারি) সকাল সাড়ে ১১ টায় রসুলপুর ইউনিয়ন কার্যালয়ের সামনে ‘ভ‚মিহীন সমিতির’র উদ্যোগে এবং ‘নিজেরা করি সংস্থা’র সহযোগীতায় ওই পদযাত্রার উদ্ভোধন করেন ‘নিজেরা করি সংস্থা’র চট্রগ্রাম বিভাগীয় সমন্বয়ক গুলশানারা বেগম।
    ভ‚মিহীন সমিতির আঞ্চলিক কমিটির সভাপতি ফজর আলী মেম্বারের সভাপতিত্বে এবং ‘নিজেরা করি সংস্থা’ কুমিল্লা অঞ্চল সমন্বয়ক আব্দুল জব্বারের সঞ্চালনায় উক্ত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন. সংবাদিক এবিএম আতিকুর রহমান বাশার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট সাংবাদিক গঙ্গামন্ডল ফাউন্ডেশনের সাধারন সম্পাদক আব্দুল আউয়াল ভ‚ঁইয়া, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. গোলাম মোস্তফা।
    অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন, নিজেরা করি সংস্থার বিভাগীয় সংগঠক সবিতা রানী তালুকদার, সংগঠক উজ্জল হাসান, রসুলপুর ইউপি সচিব মো. মিজানুর রহমান, ভ‚মিহীন নেত্রী ও সাংস্কৃতিক পদযাত্রা উদযাপন কমিটির আহবায়ক নাজমা বেগম প্রমূখ।
    উদ্ভোধনী সভায় জাতীয় সঙ্গীত পরিবেশন ও পতাকা উত্তোলন, গণসঙ্গীতে মুক্তির গান পরিবেশন করা হয়। পরে পদযাত্রায় ১১টি গ্রামের বিভিন্ন স্পটে গণসঙ্গীত, মুক্তির গান, যৌতুক- বাল্য বিয়ে- ইভটিজিং- নারী নির্যাতন- মাদক- সন্ত্রাস- জোরদারের বিরুদ্ধে প্রতিরোধ মূলক ৭টি জনসচেতন মূলক ও জাগরণী নাটক উপস্থাপন করা হয়।

    ছবির ক্যাপশনঃ সাংস্কৃতিক পদযাত্রার মঞ্চে অতিথিবৃন্দ, জাগরণী গণ-সঙ্গীত সংবাদ প্রকাশঃ ০৯-০১-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ক্লিক করুন=

    আরো সংবাদ পড়ুন

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -
    Google search engine

    সর্বশেষ সংবাদ

    Recent Comments