সিটিভি নিউজ।। মোঃ অপু খান চৌধুরী।সংবাদদাতা জানান ================
সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর অধীনস্থ গতকাল মঙ্গলবার বিকেলে খারেরা বিওপি টহল পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বেলবাড়ি নামক স্থানে বাংলাদেশী নাগরিক উত্তম শীল (৪৫), পিতা- মৃত মন্টু শীল, গ্রাম-গলিয়ার, থানা-সদর দক্ষিণ, জেলা-কুমিল্লাকে ভারত হতে বাংলাদেশে আসার জন্য সহায়তা করার প্রাক্কালে মোঃ ইব্রাহীম (৩৭), পিতা-মৃত আবু তাহের এবং তৌফিক মিয়া (২৭), পিতা-কাজী আব্দুর মতিন, উভয়ের ঠিকানাঃ গ্রাম-পাহাড়পুর, থানা-বুড়িচং, জেলা-কুমিল্লা(পাচারকারী)সহ ০৩ জন বাংলাদেশী নাগরিককে আটক করা হয়েছে।
উক্ত আটককৃত বাংলাদেশী নাগরিক উত্তম শীলকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি মানব পাচারকারী মোঃ ইব্রাহীম এবং তৌফিক মিয়া এর সহায়তায় ভারত হতে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে। উল্লিখিত আটককৃত ব্যক্তিদেরকে তল্লাশী করে ব্যবহৃত এ্যান্ড্রয়েড ০২টি ও বাটন মোবাইল ০১টি, চাকু ০২টি এবং ১৪২০নগদ ভারতীয় রুপি উদ্ধার করা হয়।
আটককৃত বাংলাদেশী অবৈধ অনুপ্রবেশকারী ও মানব পাচারকারীকে মানব চোরাচালানে সহায়তা ও পাসপোর্টবিহীন অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের নিমিত্তে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া থানায় হস্তান্তর করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেন সুলতানপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল এ এম জাবের বিন জব্বার, পিএসসি, এসি। সংবাদ প্রকাশঃ ০৮-০১-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ক্লিক করুন=
বিজিবি কর্তৃক মানব পাচারকারীসহ ৩ জন গ্রেপ্তার
আরো সংবাদ পড়ুন