Wednesday, January 8, 2025
spot_img
More

    শফিকুর সভাপতি ও জাহিদুল সম্পাদক নির্বাচিত মোচিক শ্রমিক ইউনিয়নের দ্বি-বার্ষিক নির্বাচন-২০২৫ সম্পন্ন

    সিটিভি নিউজ।। সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে দক্ষিনাঞ্চলের একমাত্র ভারি শিল্প প্রতিষ্ঠান ঝিনাইদহের কালীগঞ্জ মোবারকগঞ্জ চিনিকল শ্রমিক ইউনিয়নের দ্বি-বার্ষিক সাধারণ নির্বাচন ২০২৫ রোববার সম্পন্ন হয়েছে। নির্বাচনে বেসরকারী ফলাফলে সভাপতি পদে শফিকুর রহমান রিংকু, জাহিদুল ইসলাম জাহিদ সাধারন সম্পাদক ও ইমরান হোসেন সাংগাঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন।

    নির্বাচনের প্রিজাইডিং অফিসার রাইনুল ইসলাম জানান, রোববার চিনিকলের অভ্যান্তরে মাধ্যমিক স্কুল ভোট কেন্দ্রে সকাল ৮টা থেকে বিকাল ৪ টা পর্ষন্ত শান্তিপূর্ণভাবে ভোট গ্রহন করা হয়। নির্বাচনে প্রাপ্ত ভোটের ফলাফলে-সভাপতি পদে- ছাতা প্রতিকে শফিকুর রহমান রিংকু (৩৭১ ভোট) পেয়ে নির্বাচিত হয়। তার নিকটতম আতিয়ার রহমান পেয়েছেন (১৩৬ ভোট)।সাধারন সম্পাদক পদে- খেজুরগাছ প্রতিকে জাহিদুল ইমলাম জাহিদ (৩৭১ ভোট) পেয়ে নির্বাচিত হয়। তার নিকটতম শাহাবুদ্দিন পেয়েছেন (১৩২ ভোট)। সাংগাঠনিক সম্পাদক পদে- ফুটবল প্রতিকে ইমরান হোসেন (৪৪২ ভোট)পেয়ে নির্বাচিত হয়। তার নিকটতম মশিয়ার রহমান পেয়েছেন (১৩২ ভোট)।

    এ নির্বাচনে অন্নান্য পদে বিজয়ীরা হলেন- সহ-সভাপতি ২টি পদে- শাহার আলী (৩২০ ভোট) ও শাহাদ আলী (২৭৭ ভোট), সহ-সাধারন সম্পাদক ২টি পদে- কামরুজ্জামান (৩১২ ভোট) ও মিলন বিশ^াস (২৭৮ ভোট), কোষাধাক্ষ পদে- এস এম নাজমুস শাকির (২১৮ ভোট), দপ্তর সম্পাদক পদে- সাইফুল ইসলাম (৩০২ ভোট), প্রচার সম্পাদক পদে- জাহিদুল ইসলাম (৩১১ ভোট), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে- তরিকুল ইসলাম ( ২৯০ ভোট) পেয়ে নির্বাচিত হন। এছাড়া সদস্য পদের মধ্যে-আগেই রিয়াজ উদ্দিন ও ফারুক হোসেন বিনাপ্রতিদ্বন্ধিতায় নির্বাচিত সহ মোট ১০ জন নির্বাচিত হয়। এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৫৯১ জন। মোট ভোট পুল হয়েছে- ৫৮০ টি।

    দ্বি-বার্ষিক নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান হিরন্ময় বিশ্বাস জানান, কোন অপ্রিতিকর ঘটনা ছাড়াই দিনভর শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহন সম্পন্ন হয়। এবারে মোট ২৩টি পদে ৪৯ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করেন।তিনি জানান, গত ২৫ ডিসেম্বর তফসিল ঘোষনার পর নানা জটিলতায় ৩০ ডিসেম্বর ভোট স্থগিত করা হয়েছিল। পরবর্তীতে ১লা জানুয়ারি ওই স্থগিত আদেশ প্রত্যাহার করে ঘোষিত তফসীল অনুযায়ীই ভোট গ্রহনের সিদ্ধান্ত হয়।ভোটগ্রহন চলাকালে তিনি গনমাধ্যমকর্মীদের জানান, এবারের নির্বাচন পর্ষবেক্ষনে শ্রম অধিদপ্তরের কোন প্রতিনিধি না আসলেও স্থানীয়প্রশাসন ও আইনশৃংখলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। সর্বশেষ সকলের সার্বিক সহযোগীতায় একটি সুষ্ট নির্বাচন উপহার দেয়া সম্ভব হয়েছে বলে যোগ করেন তিন। সংবাদ প্রকাশঃ ০৬-০১-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ক্লিক করুন=

    আরো সংবাদ পড়ুন

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -
    Google search engine

    সর্বশেষ সংবাদ

    Recent Comments