সিটিভি নিউজ।। সৌরভ মাহমুদ হারুন ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি============= অবৈধ ভাবে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে ৫ ভারতীয় নাগরিককে আটক করেছে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)। গত ৬ জানুয়ারী (সোমবার) সকালে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) দায়িত্বপূর্ণ বিভিন্ন এলাকা থেকে তাদেরকে আটক করে।
সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) সূত্রে জানা যায়, চন্ডিদ্বার বিওপির দায়িত্বপূর্ণ এলাকার ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার কুইয়াপানিয়া নামক স্থান হতে ভারতের সিপাহীজলা জেলার মধুপুর থানার নন্দকুমার পাড়া গ্রামের মৃত নন্দলাল দেব বার্মার ছেলে দোজন দেব বার্মা (৩৫), একই এলেকার মৃত সচীন্দ্র দেব বার্মার ছেলে তমে দেব বার্মা (৩৩) এবং মৃত রবি দেব বার্মার ছেলে বিমল দেব (৩৬) কে আটক করে।
একই দিন সকালে কসবা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার কালিকাপুর নামক স্থান হতে ভারতীয় নাগরিক সিপাহীজলা জেলার মধুপুর থানার মিয়াপাড়া গ্রামের
মৃত আলী মিয়ার ছেলে মোঃ বাদশা মিয়া (৩০) কে এবং সংকুচাইল বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার সীমান্তবর্তী ফকিরমোড়া নামক স্থান হতে ভারতীয় নাগরিক একই জেলার বক্সনগর থানার নজরপোড়া গ্রামের মৃত মুকতল হোসেনর ছেলে মোঃ হোসেন মিয়া (৫৮) কে আটক করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানান, ভারত হতে বাংলাদেশে চোরাচালানী পণ্য পাচারে সহায়তা করার উদ্দেশ্যে অবৈধভাবে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে তারা।
আটককৃতদের চোরাচালানের সাথে জড়িত থাকার অপরাধে এবং পাসপোর্টবিহীন অবৈধভাবে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করার আইনগত ব্যবস্থা গ্রহণের নিমিত্তে কসবা ও বুড়িচং থানায় সোপর্দ করে।
বিষয়টি নিশ্চিত করেন সুলতানপুর ব্যাটালিয়ন (৬০বিজিবি)অধিনায়ক লেঃ কর্নেল এ এম জাবের বিন জব্বার, পিএসসি, এসি। সংবাদ প্রকাশঃ ০৬-০১-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ক্লিক করুন=