সিটিভি নিউজ।। এম ফয়জুল ইসলাম ফয়সাল, মুরাদনগর। সংবাদদাতা জানান ===== কুমিল্লার মুরাদনগর উপজেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নব গঠিত কমিটিতে ছাত্র আন্দোলনে সক্রিয় নেতৃত্বদানকারী ছাত্রদের বঞ্চিত করে উপজেলা কমিটি দেওয়ার অভিযোগ উঠেছে। এমন ঘটনায় বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্ররা ক্ষুদ্ধ হয়ে নব-গঠিত কমিটিকে অবাঞ্চিত ঘোষনা করে আব্দুর রহমান উজ্জ্বলকে আহ্বায়ক ও নাহিদুল ইসলাম নাঈমকে সদস্য সচিব করে ২৯৫ সদস্য বিশিষ্ট পাল্টা মুরাদনগর উপজেলা কমিটি ঘোষনা করেন।
শনিবার দুপুর ১২টায় মুরাদনগর উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করে এই ঘোষনা দেন বৈষম্য বিরোধী আন্দোলনে অংশগ্রহনকারী শিক্ষার্থীরা।
এর আগে গত ৩রা জানুয়ারী (শুক্রবার) মুরাদনগর উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটি কমিটির অনুমোদন দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লা জেলা কমিটির আহ্বায়ক সাকিব হোসাইন ও সদস্য সচিব জিয়া উদ্দিন রুবেল।
শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, “ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের সময় নিজেদের জীবন বাজি রেখে যারা আন্দোলন করেছেন তাদের বঞ্চিত করে আওয়ামীলীগের দোসরদের নিয়ে স্বজনপ্রীতি করে একটি পকেট কমিটি করা হয়েছে। এই কমিটিকে আমরা কোনভাবে সমর্থন করিনা।
মূলত যারা বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলন করেছে আজ তারাই বৈষম্যের শীকার হয়েছি।
এদিনের জন্য আমরা আন্দোলন করিনি। বৈষম্যযুক্ত আওয়ামী দোসরদের নিয়ে করা পকেট কমিটিকে এই শহীদ মিনার থেকে অবাঞ্ছিত ঘোষণা করা হলো “।
এসময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নেতৃত্বদানকারী মুরাদনগর উপজেলার সমন্বয়ক সিয়াম খাঁনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, ছাত্র সমন্বয় – আব্দুর রহমান উজ্জ্বল, নাহিদুল ইসলাম নাঈম, ইব্রাহিম, এনামুল, মেহেদী, সাব্বির, শরীফ, ফাহিম, সাকিব প্রমূখ।##
এম ফয়জুল ইসলাম ফয়সাল । সংবাদ প্রকাশঃ ০৪-০১-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ক্লিক করুন