সিটিভি নিউজ।। নেকবর হোসেন কুমিল্লা প্রতিনিধি===========
কমিটির শীর্ষ দুই পদ অর্থাৎ সভাপতি ও সেক্রেটারি পদে পরিবর্তন না এনেই বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখার ২০২৫ বর্ষের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
এতে আবারও সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ বর্ষের লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী হাফেজ ইউসুফ ইসলাহী এবং সেক্রেটারি মনোনীত হয়েছেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী শেখ মাজহারুল ইসলাম।
শনিবার (৪ জানুয়ারি) নতুন কমিটির বিষয়টি নিশ্চিত করেছেন সেক্রেটারি মাজহারুল ইসলাম।
তিনি জানান, ‘গতকাল (৩ জানুয়ারি) রাত ৮টার দিকে কুমিল্লা মহানগর শিবির মিলনায়তনে শিবিরের কেন্দ্রীয় সভাপতি এই কমিটি ঘোষণা করেন।’
নতুন কমিটি নিয়ে সভাপতি হাফেজ ইউসুফ ইসলাহী বলেন, ‘ছাত্রশিবির একটি গতিশীল সংগঠন হওয়ার কারণে প্রতিবছরের ডিসেম্বর শেষ দিকে কেন্দ্রীয় সদস্য সম্মেলন হয়। এরপর থেকেই সারাদেশে সকল শাখায় নতুন প্রেসিডেন্ট-সেক্রেটারি মনোনীত করা হয়। সেই ধারাবাহিকতায় গতকাল (৩ জানুয়ারি) কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখার কমিটি ঘোষণা করা হয়েছে।’
পূর্ণাঙ্গ কমিটির বিষয়ে জিজ্ঞেস করলে তিনি বলেন, ‘এই বিষয়ে কোন সিদ্ধান্ত নেওয়া হয় নাই। ভবিষ্যতে প্রয়োজন হলে তখন নেওয়া হবে। আপাতত সভাপতি-সেক্রেটারি দিয়েই কাজ পরিচালনা করবে।’ সংবাদ প্রকাশঃ ০৪-০১-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ক্লিক করুন
কুবি শাখা ছাত্রশিবিরের নতুন কমিটি ঘোষণা
আরো সংবাদ পড়ুন