সিটিভি নিউজ।। এম ফয়জুল ইসলাম ফয়সাল, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃ==========
চলমান শৈত্যপ্রবাহে শীতের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় মুরাদনগরের বিভিন্ন এলাকার অসহায় মানুষদের সাহায্যের জন্য নিজ উদ্যোগে পাশে দাঁড়িয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুর রহমান।
এ বছর শীতের প্রকোপ যেন অন্য বছরের তুলনায় আরও বেশি। বিশেষ করে গ্রামের গরীব ও খেটে খাওয়া মানুষের জীবনযাত্রা দুর্বিষহ হয়ে উঠেছে। ঠাণ্ডায় আক্রান্ত শিশু, বৃদ্ধ, অসুস্থ মানুষের অবস্থা আরও শোচনীয় হয়ে দাঁড়িয়েছে। এমন পরিস্থিতিতে ইউএনও আবদুর রহমানের নেতৃত্বে উপজেলা প্রশাসন ব্যাপক তৎপরতা চালিয়ে যাচ্ছে।
রাতের কনকনে শীতল বাতাসে তিনি নিজেই খোঁজ নিতে বেরিয়ে আসেন বিভিন্ন এলাকায়, অসহায় মানুষদের নিজ হাতে কম্বল, শীতবস্ত্র পরিয়ে দেন। শীতবস্ত্র বিতরণের সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ সাকিব হাসান খান।
এ বিষয়ে ইউএনও আবদুর রহমান বলেন, এ মুহূর্তে সব সামর্থ্যবান ব্যক্তির একান্ত কর্তব্য শীতার্ত অসহায় মানুষের পাশে দাঁড়ানো। পবিত্র কোরআনে মহান আল্লাহপাক ইরশাদ করেছেন, তোমরা শ্রেষ্ঠ জাতি! তোমাদের আবির্ভাব হয়েছে মানুষের কল্যাণের জন্য (আল-কোরআন)। এ কাজটি ইবাদততুল্য। সামান্য কিছু শীতবস্ত্র, কিছু কম্বল, কিছু গরম খাবার অথবা প্রয়োজনীয় কিছু ওষুধ চলামন তীব্র শীতে অসহায় এসব মানুষের শীত নিবারণের জন্য সহায়ক।
উপজেলা প্রশাসনের পাশাপাশি স্থানীয়দের সহযোগিতায় আশেপাশের এলাকার মানুষের মধ্যে সহমর্মিতা এবং সহায়তা বাড়ছে। মুরাদনগরের জনসাধারণ এই উদ্যোগের প্রশংসা করেছেন এবং তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।
উল্লেখ্য, কিছুদিন আগে এক বৃদ্ধের রোগাক্রান্ত শরীরে সুচিকিৎসার অভাবে পোকা ধরেছিল। তথ্য পেয়ে নিজে গিয়ে অসুস্থ বৃদ্ধকে হাসপাতালে ভর্তি করিয়ে সঠিক চিকিৎসার ব্যবস্থা করে দিয়েছিলেন। সংবাদ প্রকাশঃ ০৩-০১-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ক্লিক করুন=