সিটিভি নিউজ।। এবিএম আতিকুর রহমান বাশারঃ দেবীদ্বার(কুমিল্লা) প্রতিনিধি/================
১৯/২০ বছর বয়সী বাকপ্রতিবন্ধী গর্ভবতী এক নারী ২২ দিন ধরে এক ভিক্ষুকের ঘরে আশ্রয়ে আছেন বলে জানা যায়।
সংবাদ পেয়ে শুক্রবার (৩ জানুয়ারী) বিকেলে সরেজমিনে ঘটনাস্থলে যেয়ে এক মর্মান্তিক দৃশ্যের অবতারণ ঘটে। মেয়েটি প্রচন্ড শীতের মাঝে ভিক্ষুকের বাড়ির উঠুনে প্লাষ্টিকের কাগজ বিছিয়ে শুয়ে আছেন। কেউ তাকে দেখতে গেলে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকেন। নেই বিছানা, নেই কম্বল, প্লাস্টিকের কাগজের শুয়ে থাকা প্রতিবন্ধীটির দুনিয়ার সম্পর্কে তেমন ধারণা নেই। জীবনের মানে কি সেটাও হয়তো জানেনা, নিজের গর্ভে বাচ্চা সেটা সম্পর্কেও তেমন ধারণা নেই। আর কিছুদিন পর নিজ সন্তানের মা হবেন কথা বলতে না পারা এ প্রতিবন্ধী মেয়েটি। কিন্তু তার এ গর্ভের সন্তান কার সে বলতে পারছে না।
প্রতিবন্ধী মেয়েটি বর্তমানে দেবীদ্বার উপজেলার ৪ নং সুবিল ইউনিয়নের ঘোষঘর গ্রামের পূর্বপাড়া জব্বর আলী মূন্সীর বাড়িতে আশ্রিত আয়শা বেগম (৫০) নামে এক বিধবা ভিক্ষুকের বাড়িতে আশ্রিত আছেন।
মেয়েটির আশ্রয়দাতা ভিক্ষুক আয়শা বেগমের সাথে কথা বলে জানা যায়, মেয়েটি সম্ভবতঃ ৭/৮ মাসের গর্ববতী, বাড়ি কোথায়, কোথায় থেকে এসেছে? কোন কিছুই বলতে পারে না। গত ২২ দিন পূর্বে ভিক্ষা করতে বেড়িয়ে সুবিল বাজারে মেয়েটিকে ঘুরতে দেখেন। তার সাথে কথা বলতে চাইলেও সে কোন কথা বলেনি। তবে তার পেছনে পেছনে হাটতে হাটতে তার বাড়িতে চলে আসে। তিনি মেয়েটিকে তার ঘরে আশ্রয় দেন। সেই থেকে ২২ দিন ধরে ভিক্ষা করে নিজের এবং তার ভরন পোষণ চালিয়ে আসতে খুব কষ্ট পাচ্ছেন। অনাগত গভের সন্তান নিয়ে তিনিও বিচলিত। কি ভাবে তার চিকিৎসা করাবেন সে ভাবনায় অংশিদারও কাউকে নেই।
স্থানীয় কয়েকজন মহিলা বলেন, কিছু দিনের মধ্যে প্রতিবন্ধী মেয়েটির গর্ভের বাচ্চা ডেলিভারি হবে। এমতাবস্থায় আমরা ও আয়েশা বেগম বিপাকে আছি এ নিয়ে। তারা প্রশাসনের সহযোগিতা কামনা করেন মেয়েটির পরিচয় সনাক্ত ও গর্ভের সন্তানের ডেলিভারির দায়িত্ব নেয়ার দাবী জানান। তারা আরো জানান, দীর্ঘদিন অপেক্ষা করে চেষ্টা করি তার পরিচয় জানতে, তবে তারা জানান, মেয়েটি নাম লিখতে পারে। খাতা কলম দিলে আমাদের সামনেই নিজের নামটি অনেক কষ্টে আকলিমা লিখেন। কিন্তু পিতা-মাতার নাম বা ঠিকানা লিখতে পারে না। বিভিন্ন উপায়ে চেষ্টা করেও আর কিছুই জানা যায়নি।
ছবির ক্যাপশন ঃ দেবীদ্বারে আয়শা বেগম নামে এক ভিক্ষুকের ঘরে ২২ দিন ধরে আশ্রিত ১৯/২০ বছর বয়সী বাকপ্রতিবন্ধী গর্ভবতী আকলিমা নামে ঠিকানা বিহীন এক নারীর ছবি। সংবাদ প্রকাশঃ ০৩-০১-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ক্লিক করুন=
ভিক্ষুকের আশ্রয়ে ২২ দিন ধরে ঠিকানা বিহীন ৭/৮গর্ভবতী এক প্রতিবন্ধী
আরো সংবাদ পড়ুন