সিটিভি নিউজ, এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জ জেলায় অভ্যন্তরীন নিয়মিত নিয়মে বিভিন্ন থানা ও ফাঁড়ির ১০ জন পুলিশ পরিদর্শক (ইন্সপেক্টর) কে রদবদল করা হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার।
এর আগে গত সোমবার নারায়ণগঞ্জের এক থানা থেকে আরেক থানায় ১০ জন কর্মকর্তাকে এমন বদলির আদেশ দেন তিনি। আদেশে রিজার্ভ অফিসার মো. মজিবুর রহমানকে সদর থানায় ইন্সপেক্টর (অপারেশন্স), ফতুল্লা মডেল থানার ইন্সপেক্টর (অপারেশন্স) আনোয়ার হোসেনকে একই থানায় ইন্সপেক্টর (তদন্ত), শীতলক্ষ্যা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহা. গোলাম মোস্তফাকে রূপগঞ্জ থানায় ইন্সপেক্টর (তদন্ত), আড়াইহাজার থানার ইন্সপেক্টর (তদন্ত) আনিসুর রহমান শিবলীকে সিদ্ধিগঞ্জ থানার ইন্সপেক্টর (তদন্ত), আড়াইহাজার থানার ইন্সপেক্টর (অপারেশন্স) সাইফুদ্দিনকে একই থানার ইন্সপেক্টর (তদন্ত) ও টানবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ওমর ফারুককে সিদ্ধিরগঞ্জ থানার ইন্সপেক্টর (অপারেশন্স), মদনগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ আনোয়ার হোসেনকে ফতুল্লা মডেল থানায় ইন্সপেক্টর (অপারেশন্স), ফতুল্লা মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) সুকান্ত দত্তকে মদনগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ, ভোলাব পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আ. হককে শীতলক্ষ্যা পুলিশ ফাঁড়ির ইনচার্জ, পুলিশ অফিস অপরাধ শাখার পুলিশ পরিদর্শক আব্দুস সামাদকে ভোলাব পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ, পদে বদলি করা হয়েছে।
নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার (এসপি) প্রত্যুষ কুমার মজুমদার বলেন, এটা অভ্যন্তরীণ নিয়মিত রদবদল করা হয়েছে। সংবাদ প্রকাশঃ ০৩-০১-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ক্লিক করুন=