সিটিভি নিউজ।। নিজস্ব প্রতিবেদক জানান === কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (২ জানুয়ারি) রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বার্তায় এ তথ্য জানা গেছে। বার্তাটির বিএনপি ভেরিফায়েড ফেসবুক পেজেও পোস্ট করা হয়েছে। একই সাথে আরো কয়েকটি জেলার কমিটিও বিলুপ্ত করা হয়। অতি শিঘ্রই এসব জেলায় নতুন কমিটি ঘোষণা করা হবে বলে জানানো হয়।
অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিএনপির প্যাডে উল্লেখ করা হয়- আজ (২ জানুয়ারী ২০২৫), দলের গৃহীত এক ‘সিদ্ধান্তবলে কুমিল্লা (দক্ষিণ) জেলা বিএনপি'র আহবায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছে। অতিশীঘ্র কুমিল্লা (দক্ষিণ) জেলা বিএনপি'র নতুন কমিটি ঘোষণা করা হবে।
আজ ০২ জানুয়ারী ২০২৫, দলের গৃহীত এক সিদ্ধান্তবলে নাটোর জেলা বিএনপি'র আহবায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছে। অতিশীঘ্র নাটোর জেলা বিএনপি'র নতুন কমিটি ঘোষণা করা হবে।
আজ ০২ জানুয়ারী ২০২৫, দলের গৃহীত এক সিদ্ধান্তবলে শেরপুর জেলা বিএনপি'র আংশিক আহবায়ক কমিটি স্থগিত করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত শেরপুর জেলা বিএনপি'র নামে কোন সাংগঠনিক কার্যক্রম চালানো যাবে না।
দিনাজপুর জেলা বিএনপি'র সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি'র নামে নানা অভিযোগের কারণে তার সাধারণ সম্পাদকের পদ স্থগিত করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত দিনাজপুর জেলা বিএনপি'র ১নং যুগ্ম সাধারণ সম্পাদক মুরাদ আহমেদ-কে দিনাজপুর জেলা বিএনপি'র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।’ সংবাদ প্রকাশঃ ০৩-০১-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ক্লিক করুন=