Sunday, January 5, 2025
spot_img
More

    বরুড়ায় সাবেক সাংসদ জাকারিয়া তাহের সুমন’র ছোট ভাই আবু নাছের ইয়াহিয়া’র ইন্তেকাল

    সিটিভি নিউজ।। মোহাম্মদ মাসুদ মজুমদার :সংবাদদাতা জানান ==== কুমিল্লার বরুড়ার কৃতি সন্তান ও আল আরাফাহ ইসলামী ব্যাংক এর ভাইস চেয়ারম্যান আবু নাছের ইয়াহিয়া শারমিন ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি…….রাজিউন। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) আনুমানিক দুপুর ২ টার দিকে তিনি ঢাকা ইউনাইটেড হসপিটালে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৪ বছর। বিষয়টি নিশ্চিত করেছেন বরুড়া উপজেলা বিএনপির প্রচার সম্পাদক মোয়াজ্জেম হোসেন কল্লোল।
    জানা গেছে, তিনি মঙ্গলবার দুপুরে হঠাৎ করেই অসুস্থ্য হয়ে পড়েন। দ্রুত ঢাকা ইউনাইটেড ইসপিটালে নেওয়ার কিছুক্ষন পর চিকিৎসক তাঁকে মৃত ঘোষনা করেন। তাঁর মৃত্যুতে সমগ্র বরুড়ায় শোকের ছাঁয়া নেমে আসে। মরহুমের জানাজা কোথায় কখন হবে সে বিষয়ে পরিবার থেকে এখনো জানানো হয়নি। এদিন দুপুরেই বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিএনপির নেতৃবৃন্দরা মরহুমের পরিবারের প্রতি সমবেদনা ও শোক প্রকাশ করেন।

    বরুড়া উপজেলা বিএনপির পক্ষ থেকে মরহুমের প্রতি সমবেদনা ও শোক প্রকাশ করেন সংগঠনের সাধারণ সম্পাদক সৈয়দ জহিরুল হক স্বপন তিনি বলেন আবু নাছের ইয়াহিয়া তিনি ছিলেন একজন জনবান্ধন ব্যক্তি এলাকার জনসাধারণের বিভিন্ন সমস্যায় এগিয়ে যেতেন বিশেষ করে আড্ডা, আদ্রা, পয়ালগাছা ও লক্ষীপুর ইউনিয়ন এলাকায় তার সহযোগিতায় প্রায় শতাধিক মানুষ কার্ডধারী হিসেবে এ পরিবার থেকে সহযোগিতা পেতেন। এছাড়াও বরুড়া উপজেলার যে কোন প্রান্তে অসহায় পরিবারকে পুনর্বাসনের জন্য তার চেষ্টা অভ্যাহত ছিল তাই বরুড়া উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের পক্ষ থেকে আমরা তার আত্মার মাগফিরাত কামনা করছি।

    তিনি কুমিল্লা-০৮ (বরুড়া) আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের কর্মসংস্থান বিষয়ক সম্পাদক জাকারিয়া তাহের সুমন এর আপন ছোট ভাই। বুধবার রাজধানীর গুলশান আজাদ মসজিদে বাদ জোহর প্রথম নামাজে জানাজা ও তার আরমানা গ্রুপ ফ্যাক্টরিতে বাদ মাগরিব দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। পরদিন বৃহস্পতিবার সকাল ১০টায়
    বরুড়া কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লীদের অংশগ্রহনে তৃতীয় জানাজা অনুষ্ঠিত হয়।

    এ সময় উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির কর্মসংস্থান বিষয়ক সম্পাদক জাকারিয়া তাহের সুমন, কুমিল্লা দঃ জেলা বিএনপির আহবায়ক সাবেক সংসদ সদস্য হাজী আমিনুর রশিদ ইয়াছিন, মহানগর বিএনপির সদস্য সচিব ইউছুফ মোল্লা টিপু, কুমিল্লা দঃ জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি নিজাম উদ্দিন কায়সার, বরুড়া উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট খায়রুল এনাম তৌফিক, সহ সভাপতি সৈয়দ রেজাউল হক রেজু, সাধারণ সম্পাদক সৈয়দ জহিরুল হক স্বপন, সাবেক মেয়র জসিম উদ্দিন পাটোয়ারী, অলিতলা লতিফিয়া দরবার শরীফের পীর মুফতি কাজী গোলাম মহিউদ্দিন লতিফী, কুমিল্লা ইবনে তাইমিয়া স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ শফিকুল আলম হেলাল, বরুড়া সুন্নিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মুফতি মুহাম্মদ আলী আকবর ফারুকী, রাজামার ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মফিজুল ইসলাম হোসাইনী, বোয়ালিয়া বাতেনীয়া ফাজিল মাদ্রাসার প্রাক্তন অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইউনুছ ওয়াজেদী, পৌরসভা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা শামসুল হক সর্দার, সাধারণ সম্পাদক ও বরুড়া বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি হুমায়ুন কবির পাটোয়ারী, বরুড়া সুন্নিয়া কামিল মাদ্রাসার দাতা সদস্য সাংবাদিক মোঃ ইলিয়াছ আহমদ, পৌরসভা জামায়াতের সেক্রেটারি খোরশেদ আলম পাটোয়ারী, কুমিল্লা দঃ জেলা যুবদলের সহ সভাপতি মোঃ শাহ আলম, বিশিষ্ট ব্যাংকার শাহনূর আলম ও রেজানূর রহমান রেজা, অনুষ্ঠান পরিচালনা করেন বরুড়া পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ জাকির হোসেন।

    এদিন উপজেলা বিএনপির সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ বরুড়ার সর্বস্তরের জনসাধারণ জানাজায় অংশ গ্রহণ করেন, মরহুমের চতুর্থ জানাজা নিজ গ্রাম সোনাইমুড়ী ফাজিল মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়ে পারিবারিক কবরস্থানে দাফন কার্যক্রম সম্পন্ন করা হয়। সংবাদ প্রকাশঃ ০২-০১-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ক্লিক করুন=

    আরো সংবাদ পড়ুন

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -
    Google search engine

    সর্বশেষ সংবাদ

    Recent Comments