সিটিভি নিউজ।। মজিবুর রহমান মোল্লা নাঙ্গলকোট (কুমিল্লা) সংবাদদাতা-===========
কুমিল্লার নাঙ্গলকোটে জনতা জসিম উদ্দিন (৩৫) নামক এক চাঁদাবাজকে অস্ত্রসহ আটক করে গণধোলাই দিয়ে যৌথবাহিনীর নিকট সোপর্দ করেছে। বৃহস্পতিবার উপজেলার ঢালুয়া ইউপির চৌকুড়ি বাজার থেকে দেশীয় একটি এলজি ও ৫ রাউন্ড কার্তুজসহ তাকে আটক করা হয়। জসিম উদ্দিন উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের সাতবাড়িয়া গ্রামের বশির উদ্দিনের ছেলে। এসময় চাঁদাবাজির মূল হোতা বক্সগঞ্জ ইউনিয়নের বাগরা গ্রামের মৃত-মাস্টার ওবায়দুল হকের ছেলে এয়াকুব রিঘন(৪০) পালিয়ে যেতে সক্ষম হয়।
স্থানী সূত্রে জানা যায়, উপজেলার ঢালুয়া ইউনিয়নের চৌকুড়ী গ্রামের জাপানন্দি পাড়ার নজির আহম্মেদ ভূঁইয়ার সন্তানদের হত্যার হুমকি দিয়ে সন্ত্রাসী এয়াকুব রিঘনের নেতৃত্বে তার সন্ত্রাসী বাহিনী গত ৬মাস যাবত নজির আহম্মেদ থেকে পর্যায়ক্রমে ২লাখ ৬২হাজার টাকা চাঁদা নিয়ে যায়। বৃহষ্পতিবার সকালে এয়াকুব রিঘন ও জসিমের নেতৃত্বে চাঁদাবাজ গ্রæপটি আবারো চাঁদার জন্য নজির আহম্মদের বাড়িতে গিয়ে তাকে খুঁজতে থাকে। কিন্তু নজির বাড়িতে না থাকায় পাশ্ববর্তী চৌকুড়ি বাজারে গিয়ে তাকে খোঁজাখুঁজি করে। এক পর্যায় তাকে পেয়ে গালমন্দ করে এবং ৫লাখ টাকা চাঁদার দাবি জানিয়ে অস্ত্র উড়িয়ে গুলি করার চেষ্টা করে। এসময় স্থানীয় জনতা উত্তেজিত হয়ে উঠে এবং চাঁদবাজদের ধাওয়া করে একটি এলজি ও চার রাউন্ডি গুলিসহ সন্ত্রাসী জসিম উদ্দিনকে (৩৫) আটক করে। এসময় এয়াকুব রিঘনসহ অন্যান্য চাঁদবাজরা পালিতে যায়। পরে এলাকাবাসী সেনাবাহিনীকে খবর দিয়ে ধৃত জসিম উদ্দিনকে তাদের নিকট সোপর্দ করে।
নাঙ্গলকোট থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) রবিউল ইসলাম জানান, এক যুবককে দেশীয় অস্ত্রসহ স্থানীয়রা আটক করে। এমন সংবাদ পাওয়ার পর ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করা হয়।
নাঙ্গলকোট থানা ওসি এ কে ফজলুল হক বলেন, স্থানীয় জনতা জসিম উদ্দিনকে একটি দেশীয় এলজি এবং ৫রাউন্ড কার্তুজসহ আটক করে আমাদেরকে খবর দেওয়া হলে তাকে আটক করা হয়। এবিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
নাঙ্গলকোট সেনা ক্যাম্পের দায়িত্বরত ক্যাপ্টেন সৈকত বলেন, অস্ত্রধারী যুবককে স্থানীয় জনতা আটক করে গণপিটুনি দিয়ে আমাদের খবর দেয়। পরে তাকে আটক করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সংবাদ প্রকাশঃ ০২-০১-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ক্লিক করুন=
নাঙ্গলকোটে চাঁদাবাজ যুবককে অস্ত্রসহ আটক করে যৌথবাহিনীতে সোপর্দ
আরো সংবাদ পড়ুন