কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরায় ভারতীয় অবৈধ ১৪৫ বস্তা চিনিসহ আটক সালাউদ্দিন ও রনি মিয়া। রোববার রাতে পূর্বধইর পশ্চিম ইউনিয়নের নবীয়াবাদ এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
সিটিভি নিউজ।। মো. বিল্লাল হোসেন, মুরাদনগর থেকে ঃ===============
কুমিল্লার মুরাদনগরে ৯ লাখ টাকা মূল্যের ভারতীয় অবৈধ ১৪৫ বস্তা চিনিসহ দুই যুবককে আটক করেছে বাঙ্গরা বাজার থানা পুলিশ। রোববার রাতে উপজেলার পূর্বধইর পশ্চিম ইউনিয়নের নবীয়াবাদ এলাকা থেকে ভারতীয় চিনিসহ তাদেরকে আটক করা হয়। এ ঘটনায় মামলা হলেও মূল হোতাদের নাম না থাকায় জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে।
আটককৃতরা হলো- ব্রাহ্মনপাড়া উপজেলার রামচন্দ্রপুর গ্রামের নুরুল ইসলামের সালাউদ্দিন (৪৭) ও ব্রাহ্মনবাড়িয়া জেলার কসবা উপজেলার জাজিয়ারা গ্রামের সোহেল মিয়ার ছেলে রনি মিয়া (২২)। তাদেরকে সোমবার দুপুরে কুমিল্লার আদালতে সোপর্দ করলে বিজ্ঞ বিচারক উভয়কে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।
পুলিশ সুত্রে জানা যায়, ভারতীয় অবৈধ চিনি দুটি পিকআপ রাতে বাঙ্গরা বাজারে আসবে এমন গোপন সংবাদের ভিত্তিতে একদল পুলিশ নবীয়াবাদ এলাকায় চেকপোষ্ট বসায়। এ সময় সন্দেহভাজন দুটি পিকআপ গাড়িতে তল্লাশী চালিয়ে ১৪৫ বস্তা ভারতীয় অবৈধ চিনি উদ্ধার করে। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৯ লাখ টাকা।
তবে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যাক্তি জানায়, প্রতিদিন বাঙ্গরা বাজার হয়ে প্রায় অর্ধকোটি টাকার ভারতীয় অবৈধ চিনি গাজীরহাট, মালাই বাঙ্গরা ও রামচন্দ্রপুরসহ পার্শ্ববর্তী নবীনগর, হোমনা ও বাঞ্চারামপুর উপজেলায় পাচার হয়। তাছাড়া এ অঞ্চলের ভারতীয় অবৈধ্য চিনি ব্যবসার মূল হোতা দক্ষিণ বাঙ্গরা বাজারের ব্যবসায়ী জামাল উদ্দিন ও জাহাঙ্গীর আলম। বাঙ্গরা থানার পাশেই গড়ে তুলেছেন এ অবৈধ চিনির ব্যবসা। জামালকে নিয়ে একাধিকবার গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলেও তার বিরুদ্ধে রহস্যজনক কারনে কোন ব্যবস্থা নেওয়া হয়নি। তবে জামাল ও জাহাঙ্গীর থানাসহ বিভিন্ন জায়গায় মাসোয়ারা দিয়ে ব্যবসা পরিচালনা করে আসছেন বলে জানা গেছে।
বাঙ্গরা বাজার থানার ওসি মাহফুজুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ৯ লাখ টাকা মূল্যের ১৪৫ বস্তা ভারতীয় চিনি ও দু’টি পিকআপসহ আটক দু’জনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। যারা এ অবৈধ চিনির ব্যবসার সাথে জড়িত তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সংবাদ প্রকাশঃ =৩১-১২-২০২৪ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ক্লিক করুন=