Tuesday, January 7, 2025
spot_img
More

    চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অক্সিজেন প্ল্যান্টের উদ্বোধন

    সিটিভি নিউজ।। এটিএম মাজহারুল ইসলাম, সংবাদদাতা জানান(কুমিল্লা):============
    স্বাস্থ্যসুবিধা সম্প্রসারণে নিরবচ্ছিন্ন অক্সিজেন সরবরাহ নিশ্চিতের জন্য কুমিল্লা চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থাপন করা হলো অক্সিজেন প্ল্যান্ট। জাতীয় ম্যালেরিয়া নির্মূল ও এডিসবাহিত রোগ নিয়ন্ত্রণ কর্মসূচির আওতায় গ্লোবাল ফান্ডের আর্থিক সহায়তায় ইউনাইটেড নেশন অর্গানাইজেশন ফর প্রজেক্ট সার্ভিসের (UNOPS) মাধ্যমে এই পিএসএ অক্সিজেন প্ল্যান্ট স্থাপন করা হয়েছে।

    বৃহস্পতিবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কমপাউন্ডে ঐ অক্সিজেন প্ল্যান্টের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাজিয়া হোসেন এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সহকারি পরিচালক (সিডিসি) ডা. মাকসুদা খানম।

    অক্সিজেন প্ল্যান্ট সম্পর্কে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সহকারি পরিচালক (সিডিসি) ডা. মাকসুদা খানম বলেন- পিএসএ প্ল্যান্টটি স্থানীয় স্বাস্থ্যসেবার সক্ষমতা বৃদ্ধি এবং মহামারি প্রস্তুতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এই উদ্যোগটি দেশের ৮২ লাখেরও বেশি মানুষের জীবনকে ইতিবাচকভাবে প্রভাবিত করবে বলে আশা করা হচ্ছে। সকল নাগরিকের জন্য টেকসই ও সহজলভ্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে স্বাস্থ্যখাতের সক্ষমতা বৃদ্ধি করবে। এখন পর্যন্ত ২৯টির মধ্যে ২৭টি পিএসএ অক্সিজেন প্ল্যান্ট নির্মাণ সম্পন্ন করে বাংলাদেশ সরকারের কাছে হস্তান্তর করা হয়েছে। বাকি দুটি প্ল্যান্ট চলতি বছরের শেষ নাগাদ হস্তান্তর করা হবে। পিএসএ প্লান্টের ব্যবস্থাপনা সম্পর্কে তিনি আরও বলেন, এর উচ্চমান ও সম্ভাবনা আমাকে আশাবাদী করেছে। এটি ব্যয়-সাশ্রয়ী হলেও অত্যন্ত কার্যকর প্রযুক্তি, যা হাসপাতালের সক্ষমতা বাড়াতে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে।

    চান্দিনা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আরিফুর রহমান জানান, প্রাকৃতিক বাতাসে অক্সিজেন ২১ ভাগ, নাইট্রোজেন ৭৮ ভাগ এবং অন্যান্য উপাদান রয়েছে ১ ভাগ। প্রেশারের মাধ্যমে প্রাকৃতি থেকে বাতাস সংগ্রহ করে জিওলাইট কেমিক্যালের সাহায্যে নাইট্রোজেনকে শোষণ করে বুস্টার ট্যাংকে জমা হবে। বাতাসের চেয়ে চার-পাঁচ গুণ প্রেশারে অক্সিজেন থাকে। এর চেয়েও ১৫০ গুণ প্রেশারে বুস্টারের মধ্যে সেট করবে। এতে খুব অল্প জায়গায় বেশি পরিমাণে অক্সিজেন থাকতে পারে। এই প্ল্যান্ট থেকে প্রতি মিনিটে ৯৪৫ লিটার অক্সিজেন উৎপাদন হবে। এই অক্সিজেন দুই ভাবে ব্যবহার করা যাবে। একটি হলো বড় বড় সিলিন্ডারে রিফিল করা। আরেকটি পাইপলাইনের সাহায্যে সরাসরি হাসপাতালের ওয়ার্ডে সেন্ট্রাল অক্সিজেন লাইনে সাপ্লাই করা যাবে।

    এসময় উপস্থিত ছিলেন- ইউএনওপিএস প্রজেক্ট ম্যানেজার ইনফিয়াজ হায়দার সহ আরও সংশ্লিষ্ট কর্মকর্তা – কর্মচারীবৃন্দ। সংবাদ প্রকাশঃ =৩১-১২-২০২৪ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ক্লিক করুন=

    আরো সংবাদ পড়ুন

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -
    Google search engine

    সর্বশেষ সংবাদ

    Recent Comments