সিটিভি নিউজ।। সৌরভ মাহমুদ হারুন ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি=============
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় মোবাইল ফোন কেড়ে নেওয়ায় মায়ের সঙ্গে অভিমান করে এক কিশোরী ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করে।
শনিবার ২৮ ডিসেম্বর সন্ধ্যায় উপজেলার শিদলাই ইউনিয়নের লাড়ুচৌ এলাকায় এ ঘটনা ঘটে।
কিশোরী ( ১৫ ) ওই এলাকার বাসিন্দা মোবারক হোসেনের মেয়ে এবং স্থানীয় একটি বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী।
পরিবার সূত্রে জানা যায়, কিশোরী ( ১৫ ) পড়াশোনার প্রতি আগ্রহ হারিয়ে মোবাইল আসক্ত হয়ে পড়েছে। এ নিয়ে পরিবারের সদস্যরা তাকে বিভিন্ন সময় বকাঝকা করতো। শনিবার বিকেলে কিশোরীর মা একই বিষয় নিয়ে তাকে বকাঝকা করে তার হাত থেকে মোবাইল ফোন কেড়ে নেয়। এ ঘটনায় কিশোরী মায়ের সঙ্গে অভিমান করে সন্ধ্যার দিকে বাড়ির পাশের ফার্মেসি থেকে ঘুমের দশটি ট্যাবলেট সংগ্রহ করে পরিবারের সদস্যদের অগোচরে খেয়ে ফেলে। বিষয়টি টের পেয়ে স্বজনরা তাকে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। বর্তমানে সে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছে।
কিশোরীর বাবা মোবারক হোসেন বলেন, আমার মেয়ে রাগ করে ঘুমের ওষুধ খেয়েছে। যে আমার এই ছোট মেয়ের কাছে প্রেসক্রিপশন ছাড়া ঘুমের ওষুধ বিক্রি করেছে তার শাস্তি হওয়া উচিত। তার এই ভুলে আমার মেয়ের এই অবস্থা।
এ ব্যপারে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শঙ্খজিৎ সমাজপতি বলেন, এক কিশোরী মায়ের সঙ্গে অভিমান করে ডিসোপেন-২ জাতীয় দশটি ঘুমের ট্যাবলেট খেয়েছে। শনিবার সন্ধ্যায় স্বজনরা তাকে হাসপাতালে নিয়ে আসে। বর্তমানে সে হাসপাতালে চিকিৎসাধীন আছে। আশা করছি দু-একদিনের মধ্যেই সে সুস্থ হয়ে বাড়ি ফিরবে। সংবাদ প্রকাশঃ =৩০-১২-২০২৪ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ক্লিক করুন=