সিটিভি নিউজ।। এবিএম আতিকুর রহমান বাশার, দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি/============
দিনে ভ্রাম্যমান আদালতের অভিযান চলায়, রাতে প্রশাসনকে ঘুমে রেখে অবৈধ মাটিকাটা সিন্ডিকেট রাত ২টা থেকে ভোর ৬টা পর্যন্ত গোমতী নদীর চর ও আবাদী জমির উর্ভর জমির মাটি নিয়ে পোড়াচ্ছে উপজেলার ২৩টি ইট ভাটায়। ভ্রাম্যমান আদালতের অভিযানে জেল- জরিমানা, ড্রেজার জব্দ করেও বন্ধ করা যাচ্ছেনা ভ্যাকু এবং ড্রেজারে অবৈধভাবে মাটি কাটা।
রোববার উপজেলা আইনশৃংখলা সভায় এমন বক্তব্য উঠে আসে উপজেলা প্রশাসনের কর্মকর্তাসহ আইনশৃংখলা কমিটির সদস্যদের আলোচনায়।
আইনশৃংলা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা নিগার সুলতানার সভাপতিত্বে আলোচনায় অংশ নেন, উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) মো. রায়হানুল ইসলাম, থানার অফিসার ইনচার্জ সামসুদ্দিন মো. ইলিয়াস, শিক্ষা কর্মকর্তা মো. মিনহাজ উদ্দিন, অধ্যক্ষ আবুল কালাম আজাদ, আনসার ভিডিপি কর্মকর্তা রানা বনিক, প্রোগ্রাম আদালতের সমন্বয়কারী মো. সাইফুল করিম খান, ইউপি চেয়ারম্যান মো. হুমায়ুন কবির, ইউপি চেয়ারম্যান গোলাম সারওয়ার হোসেন মুকুল ভ‚ঁইয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান সালাউদ্দিন আহমেদ, সাংবাদিক এবিএম আতিকুর রহমান বাশার, সাংবাদিক শাহিন আলম প্রমূখ।
আলোচকরা আরো বলেন, উপজেলার অন্ততঃ ১৩ স্পটে মাটিকাটা সিন্ডিকেটের দাপটে গোমতী নদীর চর কেটে আনা ট্রাক্টরের চাকায় ভেরীবাঁধ ক্ষত-বিক্ষতই নয়, বর্ষায় চরম হুমকীর মুখে পড়ে গোমতীর ভেরীবাঁধ। অপর দিকে উর্বর কৃষিজমির টপ সয়েল পুড়ছে ইটভাটার আগুনে।
উপজেলার ২৭ টি প্রাইভেট হাসপাতাল, ক্লিনিকের শতাধিক দালাল সিন্ডিকেটের দৌরাত্মে এবং চিকিৎসকের অপ্রয়োজনীয় পরীক্ষা- নিরীক্ষা, তাদের ব্যবস্থাপত্রে ভেজাল ঔষধের পরামর্শদানে ব্যহত হচ্ছে স্বাস্থ্য ব্যবস্থা। পকেট কেটে সর্বশান্ত করছে সাধারন গরীব ও অসহায় রোগিদের। এ ছাড়াও সিএনজি ও ব্যাটারী চালিত অটো রিকসা হাইওয়ে সড়ক দখলে রাখায় যানজটে জনভোগান্তী সীমাহীন। চুরি-ডাকাতি, মাদক চোরাচালানী, বখাটেদের দৌরাত্মে আইনশৃংখলা পরিস্থিতির চরম বিপর্যয়ে।
ছবির ক্যাপশনঃ দেবীদ্বার আইনশৃংখলা সভায় বক্তব্য রাখছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নিগার সুলতানার। সংবাদ প্রকাশঃ =৩০-১২-২০২৪ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ক্লিক করুন=