সিটিভি নিউজ।। কুমিল্লা জিলা স্কুলের বার্ষিক পরীক্ষার ফলাফল ২০২৪ প্রকাশ ও বর্ষসেরা শিক্ষক ও শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ করা হয়েছে। এই উপলক্ষে ৩০ ডিসেম্বর সকালে কুমিল্লা জিলা স্কুলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা,কুমিল্লা অঞ্চলের পরিচালক প্রফেসর সোমেশ কর চৌধুরী। কুমিল্লা জিলা স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ আবদুল হাফিজের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক মোঃ নুরুল হক,ও সহকারী প্রধান শিক্ষক সুদীপ্তা রানী রায়। অনুষ্ঠানে ফলাফল ঘোষনায় মেধা তালিকায় প্রথম স্থান অধিকারী ছাত্ররা হলেন, কুমিল্লা জিলা স্কুল, কুমিল্লা
সেরা শিক্ষার্থী-২০২৪
প্রভাতি শাখা
৫ম- মোহাম্মদ সাফওয়ান ইসলাম
৬ষ্ঠ- ইমতিয়াজ জাহিন
৭ম- ত্বকী তাহমিদ
৮ম- মিথিল ধর
৯ম- মো. জাহিদ হাসান
দিবা শাখা
৫ম- মো. সামিউল সাঈফ
৬ষ্ঠ- নূর উদ্দীন মজুমদার
৭ম- মো. সাকিব কাদের
৮ম- প্রতিক মজুমদার
৯ম- নাবিল বিন রহমান।। সেরা শিক্ষক নির্বাচিত হয়েছেন, মোঃ জিয়াউল হক ও শ্যামল চন্দ্র দাস। সেরা শিক্ষার্থী ও সেরা শিক্ষদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা,কুমিল্লা অঞ্চলের পরিচালক প্রফেসর সোমেশ কর চৌধুরী। কুমিল্লা জিলা স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ আবদুল হাফিজ বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষনা করেন। মেধা তালিকায় প্রথম থেকে তৃতীয় স্থান অধিকারী ছাত্রদের অভিভাবদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান স্কুলের প্রধান শিক্ষক। পবিত্র কোরাণ তেলোয়াত ও জাতীয় সংগীত পরিবেশনের মধ্যদিয়ে অনুষ্ঠান শুরু করা হয়। অনুষ্ঠান উপস্থাপনা করেন কুমিল্লা জিলা স্কুলের সিনিয়র শিক্ষক ওবায়দুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে শিক্ষার্থীদেরকে লেখা পড়ার পাশপাশি নীতি নৈতিকতা ও ভালো মানুষ হবার উপদেশ দেন। সংবাদ প্রকাশঃ =৩০-১২-২০২৪ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ক্লিক করুন=
কুমিল্লা জিলা স্কুলের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ।। বর্ষসেরা শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ
আরো সংবাদ পড়ুন