সিটিভি নিউজ।। মোহাম্মদ আককাস আলী সংবাদদাতা জানান == :বরেন্দ্রঞ্চলে কারেন্ট পোকার আক্রমণে জামাই সুহাগা সুগন্ধি চিনি আতব ধানের বিপর্যয়ে চাষীরা দুশ্চিন্তায় রয়েছে। তাদের সোনালী স্বপ্ন এখন গুরুেবালি। দাম ভালো থাকলেও ফলনে বিপর্যয়ে কপালে ভাজ পড়েছে চাষীদের। তারা এই ধান বিক্রি করে বোরো ধান চাষের স্বপ্ন দেখেছিলো।
আতব চাষী মাসুদ রানা, পানজু সরদার জানান, প্রতি বছরের ন্যায় আউস ধান কাটার পর ওইসব জমিতে জামাই সুহাগা সুগন্ধি চিনি আতব ধানের চাষ করে থাকি। চলতি মৌসুমে প্রথম অবস্থায় ধানের শীষ দোল খেলেও কয়েকদিনের ব্যবধানে কারেন্ট পোকার আক্রমণে বিঘাকে বিঘার জমির ধান বিনষ্ট হয়ে গেছে। কীটনাশক ব্যবহার করেও ভাল ফল পাওয়া যায়নি। তিন চার মন করে ফলন হলেও দ্বিগুণ মজুরি দিয়ে ওই সব ধান ঘরে তুলতে হচ্ছে। তাদের অভিযোগ, কৃষি কর্মকর্তাদের অবহেলায় নামিদামি কোম্পানিগুলোর কীটনাশক ব্যবহার করিও কোন কাজ করছে না কেন?
সমালোচকদের অভিমত, ওইসব কোম্পানিগুলোর সাথে কৃষি অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের উৎকর্ষ গ্রহণের ফলে নিম্নমানির ওষুধ বাজারে বিক্রি হওয়ায় কৃষকেরা প্রতারণার শিকার হচ্ছে।
চলতি আমন মৌসুমে এ অঞ্চলে ৩০হাজার ১০ হেক্টর জমিতে সুগন্ধী দেশীয় জাতের চিনি আতপ ধানের চাষ করেছে কৃষকেরা এমনই তথ্য উঠে এসেছে। সংবাদ প্রকাশঃ =২৯-১২-২০২৪ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ক্লিক করুন=
বরেন্দ্রঞ্চলে কারেন্ট পোকার আক্রমণে জামাই সুহাগা সুগন্ধি চিনি আতব ধানের বিপর্যয়
আরো সংবাদ পড়ুন