সিটিভি নিউজ।। মোহাম্মদ মাসুদ মজুমদার: সংবাদদাতা জানান ===== বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স (বিআইপি) এর ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে ঢাকায় দক্ষিণ এশিয়ার মেগাসিটি বিষয়াদিকে পুনঃপর্যবেক্ষণমুলক একটি আন্তর্জাতিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (২৮ ডিসেম্বর ২০২৪ইং) রাজধানী ঢাকার বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স (বিআইপি) এর হলরুমে বাংলাদেশ সময় সকাল ৯:৩০ থেকে বিকাল ৫:২০ পর্যন্ত কর্মশালাটি অনুষ্ঠিত হয়। পাশাপাশি এটি জুম প্ল্যাটফর্ম ও বিআইপির নিজস্ব ফেইসবুক পেইজে সরাসরি সম্প্রসার করা হয়।
এতে দক্ষিণ এশিয়ার মেগাসিটি বিষয়াদিকে পুনঃপর্যবেক্ষণমুলক সমালোচনামূলক বিশ্লেষণধর্মী আলোচনায় অংশ নেন শিক্ষাবিদ, প্রকৌশলী, নগর পরিকল্পনাবিদ, স্থপতি, পরিবেশবিদ, গবেষক এবং নীতিনির্ধারকরা।
এই কর্মশালার আহবায়ক হিসেবে উপস্থিত ছিলেন ড. তাসলিম শাকুর, প্রফেসর আদিল মোহাম্মদ খান, এবং প্রফেসর ইমামুর হোসাইন।
কর্মশালার শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন প্রফেসর ড. আদিল মোহাম্মদ খান। মূলপ্রবন্ধ উপস্থাপন করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম, এবং কর্মশালার বিষয়বস্তু তুলে ধরেন ড. তাসলিম শাকুর।
কর্মশালার তিনটি বিষয়বস্তু- ইতিহাস ও পরিকল্পনার আন্তঃসম্পর্ক, সমাজ ও অবকাঠামো এবং স্বাস্থ্য ও পরিবেশ বিষয়বস্তুর উপর আলোচনায় বাংলাদেশ, ভারত, পাকিস্তান সহ দেশ-বিদেশের ২০ জন আলোচক অংশ নেন। এছাড়াও ভার্চুয়ালি অংশ নেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ গবেষকবৃন্দ।
এতে ইতিহাস ও পরিকল্পনার আন্তঃসম্পর্ক বিষয়বস্তুর উপর আলোচনায় কলকাতা, ঢাকা, দিল্লি এবং লাহোরের নগর স্মৃতি, চলাচল এবং শহরের রূপান্তর নিয়ে নানান বিষয় উঠে আসে। সমাজ ও অবকাঠামো বিষয়ে আলোচনায় করাচি ও ঢাকার সম্প্রদায়ভিত্তিক মালিকানা, নগর প্রতিবাদ এবং পুনর্বাসন চ্যালেঞ্জ নিয়ে আলোচকগণ গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেন। স্বাস্থ্য ও পরিবেশ বিষয়বস্তুর উপর ঢাকাসহ মুম্বাই ও করাচির টেকসই নগর পরিকল্পনা, জলাশয় সংরক্ষণ, এবং নগর পরিবেশের জনস্বাস্থ্য প্রভাব নিয়ে আলোচকগণ গবেষণাভিত্তিক অভিজ্ঞতা তুলে ধরেন।
এই কর্মশালার মূল আলোচক হিসেবে অংশগ্রহণ করেন পরিকল্পনাবিদ শেখ মুহাম্মদ মেহেদি আহসান, প্রফেসর অনিন্দিতা ঘোষাল, নিত্যা বালি, ড. ইয়াসমিন আরা, এশিয়া জাবীন, ফেরদৌস হুসাইন, শিল্পী রায়, আব্দুল্লাহ আহমেদ বাজওয়া, সৈয়দা জাফরিন ন্যান্সি, মিরুন্নালিনী ভেঙ্কটেশ, আব্বা এলিজাবেথ জোসেফ, ড. মিহির হেরলেকার, ড. আয়শা সিদ্দিকা, ড. ফারিদা নিলুফার, আফরোজা বিনতে জামান, ফারহাদুর রেজা, কবিরুল বাশার এবং সানা আর. গণ্ডাল। তাঁরা ইতিহাস, নগর কাঠামো, এবং টেকসই পরিকল্পনার উপর ভিত্তি করে তাঁদের গবেষণা ভিত্তিক প্রবন্ধ উপস্থাপন করেন।
এই কর্মশালায় গবেষক, পেশাজীবী এবং শিক্ষার্থীরা দক্ষিণ এশিয়ার মেগাসিটি বিষয়াদিকে পুনঃপর্যবেক্ষণে গভীরভাবে বোঝার ক্ষেত্রে সহায়ক হয়েছে বলে ধারণা করছেন আয়োজকরা।
কর্মশালার সমাপ্তি অধিবেশনে আহবায়ক এবং প্রতিবেদক তাদের পর্যবেক্ষণ তুলে ধরবেন এবং দ্রুত নগরায়ণের চ্যালেঞ্জ মোকাবেলায় তথ্য-উপাত্ত তুলে ধরেন।
কর্মশালায় স্বেচ্ছাসেবী গবেষণাভিত্তিক প্রকাশনী প্রতিষ্ঠান নলেজটিক ইউথআউট ব্রডার্স কর্মশালার উপর রচিত সারাংশ গ্রন্থ প্রকাশ করেন। সংবাদ প্রকাশঃ =২৯-১২-২০২৪ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ক্লিক করুন=