সিটিভি নিউজ।। মোহাম্মদ আককাস আলী :সংবাদদাতা জানান==== ভরা মৌসুমে বেড়েছে চালের দাম। মজুতবিরোধী অভিযানের দাবী ভোক্তাদের।
গত দুই সপ্তাহের ব্যবধানে প্রকারভেদে পাইকারি বাজারে প্রতি কেজি চালের দাম বেড়েছে ৪-৫ টাকা। পাইকারি বাজারে দাম বাড়ায় খুচরা বাজারেও বেড়েছে। খুচরা বাজারে প্রতি কেজি চালে প্রকারভেদে বেড়েছে ৮-১০ টাকা। খুচরা বাজারে চালের দাম বাড়ায় ভোগান্তিতে পড়েছে নিম্ন এবং নিম্ন মধ্যম আয়ের মানুষেরা। চালের বাজারের সিন্ডিকেট ভাঙতে প্রশাসনের মজুতবিরোধী অভিযান প্রয়োজন বলে মনে করছেন খুচরা চাল ব্যবসায়ী এবং ভোক্তারা।
ব্যবসায়ীদের অভিযোগ, প্রাকৃতিক দুর্যোগ, রাজনৈতিক অস্থিতিশীলতা, ডলার রেট বৃদ্ধি এবং বড় কোম্পানিগুলোর ধান মজুত করে রাখার কারণে পাইকারি বাজারে চালের দাম বেড়েছে। চালের দাম বাড়ায় কমেছে বেচাকেনা।
বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, প্রতি কেজি চালের দাম ৪-৫ টাকা বৃদ্ধি পেয়ে স্বর্ণা-৫ জাতের চাল ৫৫-৫৮ টাকা, জিরাশাইল ৭৫-৭৮ টাকা এবং কাটারিভোগ ৭২-৭৫ টাকা দরে বিক্রি করছেন মিল মালিক ও আড়তদাররা। দুই সপ্তাহ আগে এই মোকামে মানভেদে প্রতি কেজি স্বর্ণা-৫ জাতের চাল ৫১-৫২ টাকা, জিরাশাইল ৬৭-৬৮ টাকা এবং কাটারিভোগ ৬৬-৬৭ টাকা করে বিক্রি হয়েছিল।
কৃষি অধিদফতর সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, রোপা আমনের এই ভরা মৌসুমে চালের দাম বাড়ার কোনো যৌক্তিক কারণ নেই।
মজুতবিরোধী অভিযান অব্যাহত রাখলে দ্রুত চালের দাম কমে যাবে বলে সচেতনদের অভিমত। সংবাদ প্রকাশঃ =২৭-১২-২০২৪ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ক্লিক করুন=