Monday, April 21, 2025
spot_img
More

    পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসক সঙ্কটে রোগিদের ভোগান্তি

    সিটিভি নিউজ।। মোহাম্মদ আককাস আলী :সংবাদদাতা জানান ==== বিশেষজ্ঞ চিকিৎসকের অভাবে নওগাঁর পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি এখন নিজেই রোগিতে পরিণত হয়েছে। ফলে ৫০ শয্যার এই হাসপাতালে চিকিৎসা নিতে আসা পত্নীতলা উপজেলাসহ আশেপাশের কয়েকটি উপজেলার প্রায় পাঁচ লাখ মানুষ চরম ভোগান্তিতে পড়েছে।

    তথ্য অনুসন্ধানে জানা যায়, হাসপাতালটিতে মেডিক্যাল অফিসারের পোস্ট রয়েছে ১৭টি। এরমধ্যে এখন ১৫টিই খালি। বিশেষজ্ঞ চিকিৎসকের বিভিন্ন পদ খালি থাকায় উপজেলার মানুষ উন্নত চিকিৎসা সেবা থেকে বঞ্চিত।
    হাসপাতালটিতে অধিকাংশ সময়ে ধারণক্ষমতার বেশি রোগি ভর্তি থাকে। এতে তাদের চিকিৎসা দিতে ডাক্তার ও নার্সদের হিমশিম খেতে হয়। অনেক সময় ভর্তিকৃত রোগিরা বেড না পেয়ে মেঝেতে শুয়ে চিকিৎসা নিতে দেখা যায়। চিকিৎসক সংকটের কারণে হাসপাতালের আউটডোর চলে উপ-সহকারী মেডিকেল অফিসার দিয়ে। ফলে হাসপাতালে যথাযথ সেবা না পেয়ে অনেক রোগি চলে যান স্থানীয় বে-সরকারি হাসপাতাল ও ক্লিনিকে। ভুক্তভোগী রোগিরা বলছেন, এক ডাক্তার সকল রোগের চিকিৎসা করছেন। ২-৪ ঘন্টার পর ডাক্তার দেখানোর সিরিয়াল আসছে। এতে রোগিরা অসহায় হয়ে আরও বেশি অসুস্থ হয়ে যাচ্ছেন।
    অভিযোগে প্রকাশ,পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এই নেই-নেই সংকটের কারণে হাসপাতালে প্রায় ৪০ জন দালাল সক্রিয় রয়েছে। তারা হাসপাতালে আসা রোগি ভাগিয়ে নিয়ে যাচ্ছে স্থানীয় উপজেলা সদর নজিপুর পৌর শহরের বিভিন্ন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলোতে। ফলে তারা বিভিন্ন সময় অপচিকিৎসার শিকার হচ্ছেন।

    এ বিষয়ে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এস.এম খালিদ সাইফুল্লাহ জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এখন ডাক্তারের সংকট চরমে। বর্তমানে ১৭ জনের বিপরীতে মাত্র ২ জন মেডিকেল অফিসার নিয়োজিত আছেন। ফলে কাঙ্খিত সেবা আমরা দিতে পারছি না। তবুও সাধ্যের মধ্যে যতটুকু সেবা দেয়া সম্ভব তা রোগিদের দিচ্ছি।
    তিনি আরও বলেন, চিকিৎসক সংকটের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃৃপক্ষের নিকট চিঠি দিয়ে একধিকবার জানানো হয়েছে। তবে কোন প্রতিকার মেলেনি। সংবাদ প্রকাশঃ =২৭-১২-২০২৪ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ক্লিক করুন=

    আরো সংবাদ পড়ুন

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -
    Google search engine

    সর্বশেষ সংবাদ

    Recent Comments