সিটিভি নিউজ।। কুমিল্লা প্রতিনিধি।। ============= সচিবালয়ে আগুন এবং আওয়ামী দোসরদের পুনর্বাসনের প্রতিবাদে কুমিল্লায় বিক্ষোভ মিছিল করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কুমিল্লা জেলার শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (২৬শে ডিসেম্বর) সন্ধ্যায় কুমিল্লা ঈদগাহ মাঠ থেকে শুরু পূবালী চত্বর মোড়ে এসে শেষ হয়। মিছিল শেষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুমিল্লা জেলা শাখার সদস্য সচিব রুবেল হোসাইনের সঞ্চালনায় বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুমিল্লা জেলার আহবায়ক মোহাম্মদ সাকির হোসাইন।
এসময় বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লা জেলার সিনিয়র যুগ্ম আহবায়ক নাঈমুর রহমান, মুখ্য সংগঠক আরাফ ভুইঁয়া, যুগ্ম সদস্য সচিব মো: অনিক, যুগ্ম আহবায়ক সাব্বির মজুমদার, যুগ্ম আহ্বায়ক কাজী নাছির সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
বক্তব্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুমিল্লা জেলার আহবায়ক মোহাম্মদ সাকির হোসাইন বলেন, সচিবালয়ে ষড়যন্ত্রমূলক আগুন লাগানো হয়েছে। সুষ্ঠ তদন্তের মাধ্যমে যথাযথ ব্যবস্থা গ্রহণ করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান করছি। সচিবালয়ে বসে অবৈধ আদেশের মাধ্যমে আমাদের ভাইদের উপর গুলি চালিয়েছিলো। পুলিশ ভাইদের সামনে রেখে পিছন থেকে তারাই আদেশ প্রদান করতো। এরাই হাসিনাকে দিনে দিনে ফেসিস্ট হতে সহায়তা করেছে। সুতরাং ফেসিস্ট এবং তার সহায়তাকারী কাউকে ছাড় দেয়া হবেনা।
তিনি আরও বলেন, শেখ হাসিনা পালিয়ে গেলেও তাদের দোসররা এখনো ষড়যন্ত্রে লিপ্ত। ছাত্র জনতা যখন আবার জেগে উঠেচগে, তাদেরকে আবারো দাঁতভাঙ্গা জবাব দেওয়া হবে। আগামী ৫ দিনের মধ্যে সচিবালয় থেকে দোসরদের বিতাড়িত না করলে ৫ আগস্টের ন্যায় আবারও সচিবালয়ে ঘেরাও করা হবে। সেটা হবে দ্বিতীয় বিপ্লব। ইনশাআল্লাহ আমরা দ্বিতীয় বিপ্লবের জন্য প্রস্তুত এবং আমরা তাতে সফল হবই হবো। সংবাদ প্রকাশঃ =২৬-১২-২০২৪ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ক্লিক করুন=