সিটিভি নিউজ, এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের রূপগঞ্জে ওয়ার্ড বিএনপি নেতাদের হামলায় কাঞ্চন পৌর ছাত্রদলের সাবেক আহবায়ক পাভেল মিয়া (৩০) নিহত হয়েছেন। রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী নিহতের বিষয়টি নিশ্চিত করে বিস্তারিত পরে জানাবেন বলে জানান।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) রাতে উপজেলার কাঞ্চন পৌরসভার ৬ নং ওয়ার্ডে এ ঘটনা ঘটেছে। তবে বিএনপি নেতাদের দাবি, নব্য বিএনপি হয়ে উঠা আওয়ামীলীগের কর্মীরাই তাকে মারধর করে হত্যা করেছে।
নিহত পাবেল ছাত্রদলের সক্রিয় নেতা ছিল এবং আন্দোলন সংগ্রামে মিছিলে সবসময় তাকে দেখা যেত।
জানা যায়, রূপগঞ্জের কাঞ্চন পৌরসভার ৬ নং ওয়ার্ডে পাবেলের বাড়ির অদূরে ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক বায়েজিদ লোকজন নিয়ে হট্টগোল করছিলেন। এসময় আওয়াজ পেয়ে পাবেল হট্টগোল থামাতে এগিয়ে এলে বায়েজিদের সাথে থাকা নেতাকর্মীরা তাকে মারধর শুরু করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে পালিয়ে যায় বায়েজিদসহ হামলাকারীরা।
বিএনপি নেতাদের দাবি, বায়েজিদের পাশে যারা ছিল এর অধিকাংশই ৫ আগস্টের পর নব্য বিএনপি হয়ে উঠা আওয়ামীলীগের কর্মী ছিল। তারাই হামলায় অংশ নেয়।
জেলা ছাত্রদলের সাবেক সভাপতি নাহিদ হাসান ভ‚ঁইয়া জানান, তাকে মারধর করে হত্যা করা হয়েছে বলে এখানে এসে শুনেছি। কে বা কারা মেরেছি তা জানিনা তবে নব্য আওয়ামীলীগের নেতাকর্মীরা হামলা করেছে বলে স্থানীয়রা জানিয়েছে। সংবাদ প্রকাশঃ =২৫-১২-২০২৪ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ক্লিক করুন=
রূপগঞ্জে বিএনপি নেতাকর্মীদের হামলায় ছাত্রদলের সাবেক আহবায়ক নিহত
আরো সংবাদ পড়ুন