সিটিভি নিউজ।। মানিক ঘোষ নিজস্ব প্রতিনিধি================
ঝিনাইদহের কালীগঞ্জে কৃষি অফিসের সহায়তায় রাইস ট্রান্সপ্লান্টার মেশিনের মাধ্যমে বিনা খরচে কৃষকের ১৫০ বিঘা জমিতে বোরো মৌসুমের ধানের চারা রোপন করা হয়েছে। সোমবার সকালে উপজেলার ১নং সুন্দরপুর দূর্গাপুর ইউনিয়নের ছালাভরা গ্রামে মাঠে ওই রোপন অনুষ্টানের উদ্বোধন করেন প্রধান অতিথি ঝিনাইদহ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল। তিনি এ সময় কৃষকদের উদ্দেশ্য বলেন, সরকারী সকল প্রণোদনা ও সুবিধা কৃষকদের মাঝে পৌছে দিতে আমরা বদ্ধপরিকর। কৃষি প্রধান দেশে আপনারা কৃষকরাই দেশের প্রান। সরকার কৃষির উন্নয়নে বিভিন্ন মৌসুমে বিনামূল্যে সার ও বীজ সহ নানা উপকরন দিয়ে আসছে। তাই আপনারা এ প্রনোদনার সঠিক ব্যবহার করে দেশকে এগিয়ে নিয়ে যাবেন।।
কালীগঞ্জ উপজেলা কৃষি অফিসের আয়োজনে ও উপজেলা নির্বাহী অফিসার দেদারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্টানে অতিথি ছিলেন কৃষি সম্প্রসারন অধিদপ্তর ঝিনাইদহের উপ-পরিচালক ষষ্টি চন্দ্র রায় ও অতিঃ উপ-পরিচালক সেলিম রেজা।
উপজেলা কৃষি কর্মকর্তা মাহাবুব আলম রনি জানান- চলতি ২০২৪-২৫ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উৎপাদন খরচ সাশ্রয়ে সমবায় ভিত্তিতে চাষে কৃষকদের উৎসাহিত করা হচ্ছে। সোমবার উপজেলার ছালাভরা গ্রামের মাঠে সমবায়ের ভিত্তিতে প্রায় ৭০ জন কৃষকের দেড়’শ বিঘা জমিতে বোরো ধানের চারা রোপন করে দেওয়া হল। এর আগে কৃষি অফিস থেকে ফ্রিতে ধানের বীজ প্রদান ও শেষে মাঠের পাকা ধানও কেটে দেওয়া হবে বলে জানান তিনি।
কালীগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আক্তারুজ্জামান মিয়ার সঞ্চালনায় অনুষ্টানে আরো উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভ’মি) শাহিন আলম, ওই ইউনিয়নের প্রশাসক উপজেলা মহিলা বিষয়ক তসলিমা খাতুন, বৈষম্য বিরোধী ছাত্র প্রতিনিধি ও গনমাধ্যমকর্মীগন। এছাড়াও অনুষ্টানে ওই গ্রামের কয়েকশত কৃষক কৃষানীরাও অংশ নেয়। সংবাদ প্রকাশঃ =২৩-১২-২০২৪ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ক্লিক করুন=
ঝিনাইদহ কালীগঞ্জে বিনা খরচে কৃষকের দেড়’শ বিঘা জমিতে বোরো ধানের চারা রোপন
আরো সংবাদ পড়ুন