সিটিভি নিউজ, এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে শফিকুল ইসলাম (৪৫) নিহত হয়েছে। রবিবার (২২ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিশ্চিত করেছেন সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ আব্দুল বারী। ঘাতক ছেলের নাম মো. রিফাত (১৮)। ঘটনায় পর থেকে তিনি পলাতক।
স্থানীয় জানিয়েছে, উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের শফিকুল ইসলামের ছেলে মো. রিফাত দীর্ঘদিন ধরে মাদকাসক্ত হয়ে পড়ে। এ নিয়ে তাদের সংসারে বিভিন্ন সময়ে ঝগড়া বিবাদ লেগে থাকতো। রোববার বেলা সাড়ে ১১টার দিকে শফিকুল ইসলামের কাছে রিফাত মাদক সেবনের জন্য দুই হাজার টাকা দাবি করেন। ওই টাকা নিয়ে তাদের মধ্যে বিতÐা। এক পর্যায়ে ছেলেকে চর থাপ্পড় দেন তিনি। পরে তিনি উত্তেজিত হয়ে বাবাকে ছুরিকাঘাতে হত্যা করে।
নিহতের ভাতিজা ইয়ামিন সুজন জানান, উঠতি বয়সী স্থানীয় কয়েকজন মাদকের সঙ্গে জড়িয়ে পড়ে। রিফাত তাদের মধ্যে একজন। মাদকের টাকা না পেয়ে তার বাবাকে ছুরিকাঘাত করে হত্যা করে।
এ বিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারী বলেন, ছেলের ছুরিকাঘাতে বাবার মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তালতলা বাজার তদন্ত কেন্দ্রের পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্ততি চলছে। সংবাদ প্রকাশঃ =২২-১২-২০২৪ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ক্লিক করুন=
সোনারগাঁয়ে মাদকের টাকার না পেয়ে বাবাকে ছুরিকাঘাতে হত্যা
আরো সংবাদ পড়ুন