সিটিভি নিউজ।। ২০ ডিসেম্বর শুক্রবার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তন, কাকরাইল ঢাকায় সেমিনার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে দেশের প্রায় শতাধিক কবি সাহিত্যিক ও গুণিজনকে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য সম্মাননা দেওয়া হয়। ভোরের আলো সাহিত্য পরিষদ এর প্রতিষ্ঠাতা ও সভাপতি অধ্যাপক মোঃ জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর চেম্বার অব কমার্স এর সহ সভাপতি ও ভোরের আলো সাহিত্য পরিষদ এর উপদেষ্টা সাবেক সেনা কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম, সেমিনারে প্রধান আলোচক ছিলেন দেশ বরেণ্য কবি, বহু ভাষবিদ ও সাংবাদিক মাহমুদুল হাসান নিজামী, বিশেষ অতিথি কবি, সুরকার ও বাচীক শিল্পী জহিরুল হক বিদ্যুৎ, কবি ও গীতিকার এবি এম শাহাব উদ্দিন, অধ্যাপক খন্দকার মিজানুর, বাংলাদেশ বিমানের প্রকৌশলী ইউসুফ আলী, গ্রুপের উপদেষ্টা শাহজাহান চৌধুরী, কাঞ্চি চৌধুরী, সাধারণ সম্পাদক রহিমা আক্তার, সহ সভাপতি মাছুমা আক্তার, লুবনা জেরিন সিমা, রাফিজা আহমেদ, শামিনুর রহমান, রোকেয়া মোস্তাক, ওমর ফারুক, শাহীনা আফরোজ, সাবেক ব্যাংকার আবদুল মান্নান মৃধা, সাবেক নৌবাহিনী কর্মকর্তা জুলফিকার হায়দর, সাবেক সরকারি কর্মকর্তা সম্রাট শাহ, টেলি যোগাযোগ অধিদপ্তর কর্মকর্তা আবদুল হান্নান ভুঁইয়া, চট্টগ্রাম মহিলা কলেজে সহকারী অধ্যাপক ফরিদা ইয়াসমিন, তানজিয়া আলম, কবি ঝর্ণা আক্তার লুবনা, কবি কানিজ আহম্মেদ, মানবতার দেয়াল ফাউন্ডেশন প্রতিষ্ঠিতা ও সভাপতি মোঃ আবুল বাশার প্রমুখ আলোচনা করেন। আলোচনা শেষে সংগীত শিল্পী এফ এ আকাশ, তৃষ্ণা মার্টিনা, ববি সরকার এর পরিচালনায় বেন্ড শো অনুষ্ঠিত হয়।
ভোরের আলো সাহিত্য পরিষদ সভাপতি অধ্যাপক মোঃ জাহাঙ্গীর আলম এর উদ্যোগে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য প্রায় শতাধিক গুনিজনকে সম্মাননা প্রদান করেন, সম্মাননা প্রাপ্তরা হচ্ছেন, কবি মাহমুদুল হাসান নিজামী, এবি এম সাহাব উদ্দিন, কবি জহিরুল হক বিদ্যুৎ, কবি মজিবুর রহমান বকুল, কবি মোসলে উদ্দিন, কবি কনক লতা মন্ডল, লেখক কাজী সাব্বির, কবি এম এ আলীম, মোঃ ইউসুফ আলী, কবি মোঃ হাবিবুর রহমান, মোঃ ইউনুছ আলী, কবি দীপিকা হালদার, গোলাম ফেরদৌস মনির, রেনু হালদার, মাহবুবুল আলম বুলবুল, দরদী কবি শফিকুল ইসলাম, কবি জাহিদ হোসেন, রেনু হালদার, ইলা রাণী বিশ্বাস, মোঃ মাসুদুর রহমান মাসুদ, হারুন রশীদ আকন, আব্দুল কুদ্দুস মাসুম, মিজান পঞ্চায়েত, এস এম শেরআলী শেরবাগ, মোছা: হালিমা বেগম, মোঃ আবু ছায়েদ, মুক্তি পাল, মাহমুদা বেগম সিমু, শামিমা ইসলাম বর্ষা, মোহাম্মদ নাঈম কাকন, ফেরদৌসী শিল্পী, আরজু মুন জারিন, অসীম ভট্টাচার্য, কিশোয়ার জাহান, কবি মুজিবর রহমান বকুল, কবি সাফিকা জহুরা জেসি, মরিয়ম রহমান, আলমগীর হোসেন, তাসলিমা মনি, মাহফুজা বেগম, আকিকুর রহমান শামসুন নাহার রুবী, রেনু হালদার, মোরশেদা বেগম, রিতা মেরিয়ান রোজারিও, আবু বাকের, সরদার ফাতেমা, মোঃ মনির সরদার, কাজী শামিমা রুবী, কাজী নাছিমা সাথী, সানজিদা বিনা, সিকদার মোঃ ইয়াকুব আলী, আঁখি হক, কাশফিয়া ইসলাম, কৃষ্ণকলি মুনা, কোরবান আলী সাগর, শেফালী হোসেন, মামুন কাদের আন্সারি, শাহনাজ পারভীন, হিয়া আমিন, আফসানা আহমেদ পপি, ফারজানা লায়লা সেতু, মোঃ বাবু, সুফিয়া ইসলাম, মাহমুদা আক্তার, ফারহানা আফরোজ, মাসুদা রহমান, রেহানা আলী রাত, শাহানাজ শানু, আবদুল্লাহ আল মামুন, আবদুর রাকিব পলাশ, কাজী রোকসানা, জনি আহমেদ, মাকছেদুর রহমান পাপ্পু, লিকা পারভীন, শারমিন আক্তার রুমন, আশরাফুল আলম দিনার, মঈন হোসাইন, মিতালী ঘোষ, তাসনিম তাবাসসুম, রুমি রহমান, আরয়ান ফাহিম, নাজিয়া হাসান, মোঃ আবদুল মালেক, শিলা চৌধুরী, কল্পনা দাস, জাকির হোসাইন জুয়েল, শুকলা সাহা, সাবেরা সুলতানা, মাসুমা খাতুন, রূপা চৌধুরী, আশিক আলম, নাঈম আহমেদ, শহিদুল গআজী, নাঈম উদ্দিন সাকিব, নিলা বিশ্বাস, মার্টিন গোমেজ প্রমুখ সম্মাননা গ্রহণ করেন। সংবাদ প্রকাশঃ =২২-১২-২০২৪ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ক্লিক করুন=
ভোরের আলো সাহিত্য পরিষদ এর প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গুনিজন সম্মাননা অনুষ্ঠান-২০২৪
আরো সংবাদ পড়ুন