সিটিভি নিউজ, এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের আড়াইহাজার থানার সাথে সদর বাজারে পাহারাদারদের বেঁধে চারটি দোকানের তালা ভেঙে মালামাল ও নগদ টাকা লুট করে নিয়ে গেছে ডাকাত দল। এসময় নগদ প্রায় সাড়ে ১০ লাখ টাকা নিয়ে যায় তারা। বিষয়টি নিশ্চিত করেছেন আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন। রবিবার (২২ ডিসেম্বর) ভোর আড়াইহাজার বাজারে এ ঘটনা ঘটে।
বাজারের পাহারাদারদের সুপারভাইজার মামুন মোল্লা জানান, ভোরে ১৫ থেকে ১৬ জনের একটি ডাকাত দল ট্রাকে করে বাজারে আসে। এসময় তারা আমাকে ও অপর পাহারাদার বিল্লাল হোসেনকে (৭২) চাদর কেটে হাত-মুখ মুখ বেঁধে ফেলে।
এসময় তারা আড়াইহাজার বাজারে অবস্থিত লিটন ট্রেডার্স মুদি দোকানের মালিক লিটন মিয়ার দোকানের তালা কেটে দোকানে প্রবেশ করে ড্রয়ার ভেঙ্গে অনুমানিক ৩ লাখ টাকা, শাজাহান স্টোরের মালিক শাজাহান মিয়ার মুদি দোকানের তালা কেটে দোকানে প্রবেশ করে ড্রয়ার ভেঙ্গে অনুমানিক ২ লাখ টাকা, মেসার্স পোল্ট্রি ফিডের মালিক মোহাম্মদ আল আমিনের দোকানের তালা কেটে দোকানে প্রবেশ করে ড্রয়ার ভেঙে অনুমানিক ৫ লাখ টাকা ও রাজধানীর টেইলার্স এন্ড ফেব্রিক্স এর মালিক মাহমুদুল হাসানের দোকানে প্রবেশ করে ড্রয়ার ভেঙ্গে অনুমানিক ৫০ হাজার টাকা নিয়ে যায়। সংবাদ প্রকাশঃ =২২-১২-২০২৪ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ক্লিক করুন=
আড়াইহাজার থানার সাথে বাজারে চার দোকানে ডাকাতি : নগদ টাকা ১০ লাখ টাকা লুট
আরো সংবাদ পড়ুন