সিটিভি নিউজ।। মানিক ঘোষ নিজস্ব প্রতিনিধি ==== ঝিনাইদহের কালীগঞ্জে সুগার মিলের আখ পরিবহনের ট্রলি গাড়ির ধাক্কায় মৌসুমি আক্তার (২৬) ও ফিরোজ হোসেন (২২) নামের দুই ইজিবাইক যাত্রীর মৃত্যু হয়েছে । নিহত মৌসুমি আক্তার উপজেলার বনখির্দ্দা গ্রামের মোস্তফা আলীর মেয়ে ও ফিরোজ হোসেন একই গ্রামের হাসেম আলীর ছেলে ।
জানাগেছে , চাপরাইল বাজার থেকে ইজিবাইকে কালীগঞ্জ শহরে যাওয়ার পথে মল্লিক নগর এলাকায় মোবারকগঞ্জ সুগার মিলের আখ পরিবহনের গাড়ি যাত্রীবাহি ইজিবাইকে ধাক্কা দিলে ঘটনা স্থলে মৌসুমি আক্তারের মৃত্যু হয় । এ সময় গুরুতর আহত ফিরোজ হোসেনকে স্থানীয়রা উদ্ধার করে যশোর ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পথিমধ্যে সে মৃত্যু বরন করেন ।
এ ব্যাপারে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্েরজরুরি বিভাগে কর্তব্যরত উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মাসুদ রানা জানান , আমাদের এখানে আসার আগেই মৌসুমি আক্তারের মৃত্যু হয়েছে ।
জানতে চাইলে কালীগঞ্জ বারবাজার হাইওয়ে থানার ওসি মোহসিন হোসেন জানান , ট্রলির চাপায় দুজন নিহত হয়েছে । এ ঘটনায় ট্রলি চালকের বিরুদ্ধে মামলা হবে । সংবাদ প্রকাশঃ =২১-১২-২০২৪ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ক্লিক করুন=